পেকুয়া প্রতিনিধি: পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  জুয়ার আসর হতে ৮ জন জুয়ারীকে আটক করেছে। আজ সোমবার (২৫ এপ্রিল) রাতে পেকুয়া সদর ইউপির আন্নর আলী মাতবরপাড়া সাকিনের স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আসামী জসিম উদ্দিনের দোতলা বিল্ডিং এর পূর্ব পাশের কক্ষের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃত জুয়ারীরা হলেন, জসিম উদ্দিন(৪৫), মোঃ আসিফ(২২), মোঃ বাবুল(৩২), আব্বাস মিয়া(২৮), মোঃ নোমান(৩২), মোঃ হাসান(২২), সাহাব মিয়া(৪০) ও মোরশেদ(২৫) । আসামীরা সবাই একই থানার বাসিন্দা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর দিক নির্দেশনায় পেকুয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ খায়ের উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টীম পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া সদর ইউপির আন্নর আলী মাতবরপাড়া সাকিনের স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আসামী জসিম উদ্দিন তাহার দোতলা বিল্ডিং এর দোতলার পূর্ব পাশের কক্ষের ভিতর থেকে আসামীদের আটক করেন।
প্রকাশ্য টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়।  ধৃত আসামীগনের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে পেকুয়া থানার মামলা নং-২০/৬২, তারিখ- ২৫ এপ্রিল, ২০২২; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ রুজু করা হয়।
ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।
পেকুয়া প্রতিনিধি: পেকুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে  জুয়ার আসর হতে ৮ জন জুয়ারীকে আটক করেছে। আজ সোমবার (২৫ এপ্রিল) রাতে পেকুয়া সদর ইউপির আন্নর আলী মাতবরপাড়া সাকিনের স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আসামী জসিম উদ্দিনের দোতলা বিল্ডিং এর পূর্ব পাশের কক্ষের ভিতর থেকে জুয়া খেলারত অবস্থায় তাদের গ্রেফতার করা হয়। আটককৃত জুয়ারীরা হলেন, জসিম উদ্দিন(৪৫), মোঃ আসিফ(২২), মোঃ বাবুল(৩২), আব্বাস মিয়া(২৮), মোঃ নোমান(৩২), মোঃ হাসান(২২), সাহাব মিয়া(৪০) ও মোরশেদ(২৫) । আসামীরা সবাই একই থানার বাসিন্দা।
পেকুয়া থানার অফিসার ইনচার্জ শেখ মোহাম্মদ আলীর দিক নির্দেশনায় পেকুয়া থানার সাব-ইন্সপেক্টর মোঃ খায়ের উদ্দিন ভূঁইয়ার নেতৃত্বে পেকুয়া থানার একটি চৌকস টীম পেকুয়া থানাধীন পেকুয়া সদর ইউনিয়ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পেকুয়া সদর ইউপির আন্নর আলী মাতবরপাড়া সাকিনের স্টেডিয়ামের দক্ষিণ পার্শ্বে আসামী জসিম উদ্দিন তাহার দোতলা বিল্ডিং এর দোতলার পূর্ব পাশের কক্ষের ভিতর থেকে আসামীদের আটক করেন।
প্রকাশ্য টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার অপরাধে তাদের আটক করা হয়।  ধৃত আসামীগনের বিরুদ্ধে এজাহার দায়ের করিলে পেকুয়া থানার মামলা নং-২০/৬২, তারিখ- ২৫ এপ্রিল, ২০২২; ধারা- ১৮৬৭ সালের জুয়া আইন এর ৩/৪ রুজু করা হয়।
ধৃত আসামীগণের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করিয়া বিজ্ঞ আদালতে প্রেরণ করা হইয়াছে।