ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর করুণায় ধন্য হযরত মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.) এর ৬৩ তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ি নানুপুরস্থ রওজা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে ও সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন,মীর শফি উল্লাহ,বটন কুমার দে,মোহাম্মদ দিদারুল আলম,মোহাম্মদ আবুল কালাম,সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ মনিরুল হক,মোহাম্মদ আকরাম,তারেক নেওয়াজ পলাশ,মোহাম্মদ আলি নেওয়াজ,মওলানা মোহাম্মদ মহি উদ্দিন,মোহাম্মদ রেজাউল করিম লিটন,মোহাম্মদ হারুন,মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ মোরশেদুল আলম,মোহাম্মদ লিটন প্রমুখ।

মিলাদ ক্বেয়াম পরিচালনা করেন, সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, সেমা মাহফিল পরিবেশনা করেন মোহাম্মদ বক্কর। প্রস্তুতি সভায় খোশরোজ উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ হযরত শাহসূফী মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী শাহ্ ছাহেবের ৬৩ তম খোশরোজ শরীফ রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

 

ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী( ক.) এর করুণায় ধন্য হযরত মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী (রহ.) এর ৬৩ তম খোশরোজ শরীফ মহান ১৩ চৈত্র উপলক্ষে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফটিকছড়ি নানুপুরস্থ রওজা প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় এন্তেজামেয়া কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ বাকেরের সভাপতিত্বে ও সৈয়দ মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় উপস্থিত ছিলেন, মির্জাপুর দরবার শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মোহাম্মদ শাহাদাত হোসেন,মীর শফি উল্লাহ,বটন কুমার দে,মোহাম্মদ দিদারুল আলম,মোহাম্মদ আবুল কালাম,সৈয়দ মোমিন উল্লাহ রাশেদ,মোহাম্মদ মনিরুল হক,মোহাম্মদ আকরাম,তারেক নেওয়াজ পলাশ,মোহাম্মদ আলি নেওয়াজ,মওলানা মোহাম্মদ মহি উদ্দিন,মোহাম্মদ রেজাউল করিম লিটন,মোহাম্মদ হারুন,মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ মোরশেদুল আলম,মোহাম্মদ লিটন প্রমুখ।

মিলাদ ক্বেয়াম পরিচালনা করেন, সৈয়দ মোহাম্মদ আরিফুল ইসলাম, সেমা মাহফিল পরিবেশনা করেন মোহাম্মদ বক্কর। প্রস্তুতি সভায় খোশরোজ উপলক্ষে ব্যাপক কর্মসূচী হাতে নেওয়া হয়।

উল্লেখ্য, আগামী ২৭ মার্চ হযরত শাহসূফী মীর মুহাম্মাদ অলি উল্লাহ্ মাইজভাণ্ডারী শাহ্ ছাহেবের ৬৩ তম খোশরোজ শরীফ রওজা শরীফ প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।