প্রেস বিজ্ঞপ্তি: বোয়ালখালীতে পরমানন্দময়ী শ্রীশ্রী মা মগদ্বেশ্বরী মায়ের ৩২-তম বার্ষিক পূজা উপলক্ষে গতকাল রোববার (১৪ জানুয়ারী)রাতে এক মহতী ধর্মসম্মেলন অনুষ্ঠিত হয়।এতে সভাপতিত্ব করেন বাগীশিক পটিয়া উপজেলা সংসদের অর্থ সম্পাদক শ্রী প্রদীপ সর্দার।
পবিত্র গীতা পাঠ করেন শ্রী রাসেল দাশ।
মঙ্গল প্রদীপ প্রজ্বলন এবং অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পাচুরিয়া তপোবন আশ্রমের অধ্যক্ষ এবং সনাতনী সমাজের নয়নমণি শ্রীমৎ স্বামী রবিশ্বরানন্দ পুরী মহারাজ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দত্ত পাড়া সুহৃদ ক্লাবের সাধারণ সম্পাদক শ্রী প্রদীপ চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগীশিক চট্টগ্রাম দক্ষিণ জেলা সংসদের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদকশ্রী বাবলু কুমার ঘোষ, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সিনিয়র সহ-সভাপতি, গীতানুরাগী, গীতা মায়ের সারথি শ্রী রুপন ধর, বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী রানু মজুমদার , বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক, প্রভাষক শ্রী রনি বিশ্বাস, বোয়ালখালী পূজা উদযাপন পরিষদ পৌরসভা সংসদের সভাপতি শ্রী সাজীব চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশন-এর কনজারভেন্সি ইন্সপেক্টর গীতানুরাগী শ্রী রুপম দাশ , সিপিডিপি প্লাবিং ইঞ্জিনিয়ার শ্রী শুভ সর্দার, শ্রী সুব্রত দাশ প্রমুখ।
ধর্মসম্মেলনে বক্তব্য প্রদান করেন শ্রী বিপ্লব দাশ, শ্রী বাবলু দাশ,শ্রী রাসেল দাশ, শ্রী পলাশ দাশ, শ্রী মামুন দাশ, শ্রী রিমন দাশ, শ্রী অন্তু দাশ, শ্রী ভূবন দাশ, শ্রী পিপলু দাশ, শ্রী আকাশ দাশ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শ্রীশ্রী মগদ্বেশ্বরী মায়ের বার্ষিক পূজা প্রথম শুভ উদ্বোধন করেন শ্রী মধু সর্দার। আমরা আজকে তাকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তিনি শুভ সূচনা করেছেন বলে এত চমৎকার একটা অনুষ্ঠান আজকে অনুষ্ঠিত হচ্ছে। আমরা মধু সর্দারের আত্মার সদ্গতি কামনা করছি।
বক্তরা আর ও বলেন, এই মানবজীবনকে স্বার্থক করতে হলে পবিত্র শ্রীমদ্ভগবদগীতার আদর্শে জীবন গড়তে হবে। গীতার নির্দেশিত পথে চলতে হবে। তাহলেই আমাদের জীবন ধন্য হবে, সুন্দর হবে, নিরাপদ হবে।
পরিশেষে সভাপতি সকলকে গীতাময় শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠানের সফলতা কামনা করে শ্রীশ্রী মগদ্বেশ্বরী মায়ের শ্রীচরণে আশীর্বাদ প্রার্থনা করে সমাপ্তি ঘোষণা করেন।




