নিজস্ব প্রতিবেদক: জোরারগঞ্জ পুলিশ কর্তৃক ৭১ বোতল বিদেশি ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আসামী জাহেদ আলমকে গ্রেফতার করেছে। আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের বাড়ির ভাড়াটিয়া জাহেদ আলমের টিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মীরসরাই সার্কেল ও অফিসার ইনচার্জ জোরারগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের বাড়ির ভাড়াটিয়া জাহেদ আলমের টিনের বসত ঘরের ভিতর হইতে ভারতীয় হুইস্কি ৫ বোতল, সিগনেচার প্রিমিয়ার হুইস্কি ৫ বোতল, অফিসার চয়েস ৫ বোতল, ম্যকডোনাল ৫ বোতল, ভোডকা ১০ বোতল, প্রতিটি বোতলে ৩৭৫ এম এল, বিয়ার ৫ বোতল, ২টি সাদা পলিথিনের পোটলায় দেশীয় তৈরী চোলাই মদ প্রতিটি পোটলায় ১০ লিটার করে (১০×২) = ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন।

মাদক ব্যবসায়ী জাহেদ আলম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়েরসহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।

নিজস্ব প্রতিবেদক: জোরারগঞ্জ পুলিশ কর্তৃক ৭১ বোতল বিদেশি ২০ লিটার দেশীয় তৈরী চোলাইমদ উদ্ধারসহ মাদক ব্যবসায়ী আসামী জাহেদ আলমকে গ্রেফতার করেছে। আজ সোমবার (০৪ সেপ্টেম্বর) সকালে বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের বাড়ির ভাড়াটিয়া জাহেদ আলমের টিনের বসত ঘরের ভিতর অভিযান পরিচালনা করে এসব মাদক উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার মীরসরাই সার্কেল ও অফিসার ইনচার্জ জোরারগঞ্জ থানার দিক নির্দেশনায় এসআই মোহাম্মদ সাইফুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ বারইয়ারহাট পৌরসভাস্থ বারইয়ারহাট ডিগ্রি কলেজ গেইট সংলগ্ন হিজরা ফারুকের বাড়ির ভাড়াটিয়া জাহেদ আলমের টিনের বসত ঘরের ভিতর হইতে ভারতীয় হুইস্কি ৫ বোতল, সিগনেচার প্রিমিয়ার হুইস্কি ৫ বোতল, অফিসার চয়েস ৫ বোতল, ম্যকডোনাল ৫ বোতল, ভোডকা ১০ বোতল, প্রতিটি বোতলে ৩৭৫ এম এল, বিয়ার ৫ বোতল, ২টি সাদা পলিথিনের পোটলায় দেশীয় তৈরী চোলাই মদ প্রতিটি পোটলায় ১০ লিটার করে (১০×২) = ২০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করেন।

মাদক ব্যবসায়ী জাহেদ আলম এর বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রন আইনে সংশ্লিষ্ঠ থানায় মামলা দায়েরসহ গ্রেফতার পূর্বক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয় ।