সমীরণ বড়ুয়া: রাঙ্গুনিয়া উপজেলার পৌর শহরের বাসিন্দা প্রবীণ শিক্ষাবিদ প্রধীর রঞ্জ ন তালুকদারের সহধর্মিনী বিশিষ্ট উপাসিকা ছবি তালুকদার এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাসংঘদান অনুষ্ঠান আজ শুক্রবার(১৬ জানুয়ারী) যথাযোগ্য ধর্মীয় মযার্দায় সৈয়দবাড়ীস্থ ৮ নং পৌর ওয়ার্ডে শিক্ষাবিদ প্রধীর রঞ্জন তালুকদার এর বাসভবনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত প্রয়াত উপাসিকা ছবি তালুকদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ও তাঁর পারলৌকিক সদগতি এবং নির্বাণ সুখ শান্তি কামনায় এক পূন্যময় স্মৃতিচারণ ও স্বধর্ম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ভদন্ত ধর্মসেন মহাস্থবির।

ভদন্ত নন্দশ্রী থেরো এর সঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন সাংবাদিক ও শিক্ষাবিদ কবি সমীরণ বড়ুয়া।

উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু মুকুল বড়ুয়া, বাবু অর্ণিবান তালুকদার, বাবু সুমন বড়ুয়া, বাবু নবীরণ বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভদন্ত লোকানন্দ মহাস্থবির।

প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন আচার্য্য ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ডক্টর প্রিয়ানন্দ মহাস্থবির মহোদয় সহ পূজনীয় ভিক্ষু সংঘ।

বেলা ১১ টায় প্রয়াত উপাসিতা ছবি তালুকদার এর নির্বান সুখ শান্তি কামনায় মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। পরে ভিক্ষুসংঘগনের মথ্যে পিন্ডদান দেওয়া হয়।

সমীরণ বড়ুয়া: রাঙ্গুনিয়া উপজেলার পৌর শহরের বাসিন্দা প্রবীণ শিক্ষাবিদ প্রধীর রঞ্জ ন তালুকদারের সহধর্মিনী বিশিষ্ট উপাসিকা ছবি তালুকদার এর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মহাসংঘদান অনুষ্ঠান আজ শুক্রবার(১৬ জানুয়ারী) যথাযোগ্য ধর্মীয় মযার্দায় সৈয়দবাড়ীস্থ ৮ নং পৌর ওয়ার্ডে শিক্ষাবিদ প্রধীর রঞ্জন তালুকদার এর বাসভবনে অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে আয়োজিত প্রয়াত উপাসিকা ছবি তালুকদারের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে ও তাঁর পারলৌকিক সদগতি এবং নির্বাণ সুখ শান্তি কামনায় এক পূন্যময় স্মৃতিচারণ ও স্বধর্ম সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার রাঙ্গুনিয়া উপজেলা শাখার সভাপতি ভদন্ত ধর্মসেন মহাস্থবির।

ভদন্ত নন্দশ্রী থেরো এর সঞ্চালনায় এতে পঞ্চশীল প্রার্থনা করেন সাংবাদিক ও শিক্ষাবিদ কবি সমীরণ বড়ুয়া।

উপস্থিত ছিলেন- অবসরপ্রাপ্ত শিক্ষক বাবু মুকুল বড়ুয়া, বাবু অর্ণিবান তালুকদার, বাবু সুমন বড়ুয়া, বাবু নবীরণ বড়ুয়া প্রমুখ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ভদন্ত লোকানন্দ মহাস্থবির।

প্রধান জ্ঞাতি হিসেবে উপস্থিত ছিলেন বিদর্শন আচার্য্য ভদন্ত শাসনপ্রিয় মহাস্থবির।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভদন্ত ডক্টর প্রিয়ানন্দ মহাস্থবির মহোদয় সহ পূজনীয় ভিক্ষু সংঘ।

বেলা ১১ টায় প্রয়াত উপাসিতা ছবি তালুকদার এর নির্বান সুখ শান্তি কামনায় মহাসংঘদান অনুষ্ঠিত হয়েছে। পরে ভিক্ষুসংঘগনের মথ্যে পিন্ডদান দেওয়া হয়।