নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ৩বছরের তামিম হাসান নামে এক শিশু মারা গেছে বসত ভিটার নিকট পুকুরে ডুবে।আজ মঙ্গলবার(০৬জানুয়ারী) বেলা সাড়ে ১০টায় এদূর্ঘটনা ঘটেছে উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ায়।

জানা গেছে, ২শিশু খেলতে খেলতে তামিম হাসান সবার অগোচরে পুকুরে পড়ে যায়। এসময় সাথে থাকা অপর শিশু তামিমকে উদ্ধার করতে গিয়ে গুরুত্বর আহত হয়। সে এখন একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহত তামিম হাসান আধুনগর আখতারিয়া পাড়ার বাসিন্দা।

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় ৩বছরের তামিম হাসান নামে এক শিশু মারা গেছে বসত ভিটার নিকট পুকুরে ডুবে।আজ মঙ্গলবার(০৬জানুয়ারী) বেলা সাড়ে ১০টায় এদূর্ঘটনা ঘটেছে উপজেলার আধুনগর আখতারিয়া পাড়ায়।

জানা গেছে, ২শিশু খেলতে খেলতে তামিম হাসান সবার অগোচরে পুকুরে পড়ে যায়। এসময় সাথে থাকা অপর শিশু তামিমকে উদ্ধার করতে গিয়ে গুরুত্বর আহত হয়। সে এখন একটি বেসরকারী হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। নিহত তামিম হাসান আধুনগর আখতারিয়া পাড়ার বাসিন্দা।