মোঃ মশিউর রহমান, রংপুর : রংপুরের ঐতিহ্যবাহী কেরামতিয়া জামে মসজিদে নামাজ শেষে মাজার জিয়ারত করে সেখানে কিছু কুশল বিনিময় করেন ইঞ্জিনিয়ার লতিফুর রহমান মিলন।আজ শুক্রবার ১৬ সেপ্টেম্বর জুমার নামাজ আদায় করে তিনি রংপুর সিটি কর্পোরেশনের স্বতন্ত্র মেয়র পদপ্রার্থী হিসেবে নির্বাচন করার মত প্রকাশ করেন। এরপর সেখান থেকে শোডাউন শুরু করে কাঁচারি বাজার দিয়ে জাহাজ কোম্পানির মোড় হয়ে তাঁর নিজ বাসায় এসে শোডাউন শেষ করেন।
পরে বাসায় স্থানীয় গন্যমান্য ব্যাক্তি বর্গ,গনমাধ্যম কর্মি সহ সাধারণ জনগণের মাঝে বক্তব্য রাখেন,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের কথায় এই নির্বাচনের সিদ্ধান্ত নেন তিনি।
স্থানীয়রা বলেন, লতিফুর রহমান মিলন একজন সৎ চরিত্রবান ও নিঃসন্দেহে ভালো মানুষ,সে যদি মেয়র হয় তাহলে রংপুর সিটি কর্পোরেশন আরো আলোকিত হবে,উন্নয়নের ঝড় উঠবে রংপুরে ,সাধারণ মানুষ তার ন্যায্য হিসাব পাবে,লতিফুর রহমান মিলন সাধারণ গরিব দুঃখী মানুষের পাশে থেকে এক সাথে কাজ করেন,এবং ভবিষ্যতেও করবেন।
লতিফুর রহমান মিলন বলেন, আমি দুর্নীতি ও সমাজ বিরোধী কোন কাজকে প্রশ্রয় দেইনা দিবো না, নগরবাসীকে এগিয়ে নিতে কৃষি ভিওিক ও শিল্প নগর পরিবর্তনের অংগিকার নিয়ে মেয়র পদে আপনাদের দোয়া ও সমর্থন চাই।
তিনি আরো বলেন রাজনৈতিক অঙ্গনে তার পদমর্যাদা সাবেক ছাত্র নেতা,বিশিষ্ট সমাজসেবক ও সভাপতি জেলা ও বিভাগীয় ডেইরী ফার্মস এসোসিয়েশন।
তিনি বলেন, রংপুর সিটি কর্পোরেশন একটি রোল মডেল হিসাবে উপহার দিতে চাই রংপুর বাসিকে।
Post Views: 266




