ইজাজুলঃ ঢাকা উওর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানে দুই হোটেলকে জরিমানা করেছে মোবাইল কোট। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় উওর সিটি করপোরেশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উওরায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘ দিন যাবৎ সিটি করপোরেশন এর জায়গা দখল করে ফুটপাত বাণিজ্য করে আসছে।বার বার অভিযান পরিচালনা করা সত্বেও পুনরায় ভ্রাম্যমান দোকান বসিয়ে চাদঁবাজি করছে।এই সময় উওরা আজমপুর মনির ও হাবীব নামে দুই হোটেল রান্নাঘরে অপরিষ্কার খাবার ঢেকে না রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার কারণে দুই হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট।

সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট দি ক্রাইমকে বলেন, আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের পেছনে দুটি গেট ভেঙে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই ফুটপাত চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে এবং নোংরা পরিবেশ থাকার কারণে দুই হোটেল কে জরিমানা করা হয়েছে।

ইজাজুলঃ ঢাকা উওর সিটি করপোরেশন উচ্ছেদ অভিযানে দুই হোটেলকে জরিমানা করেছে মোবাইল কোট। আজ রবিবার (২৪ এপ্রিল) দুপুর ১২ টায় উওর সিটি করপোরেশন এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জুলকার নাইন এই অভিযান পরিচালনা করেন।

জানা গেছে, উওরায় একটি চাঁদাবাজ চক্র দীর্ঘ দিন যাবৎ সিটি করপোরেশন এর জায়গা দখল করে ফুটপাত বাণিজ্য করে আসছে।বার বার অভিযান পরিচালনা করা সত্বেও পুনরায় ভ্রাম্যমান দোকান বসিয়ে চাদঁবাজি করছে।এই সময় উওরা আজমপুর মনির ও হাবীব নামে দুই হোটেল রান্নাঘরে অপরিষ্কার খাবার ঢেকে না রাখা ও ট্রেড লাইসেন্স না থাকার কারণে দুই হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোট।

সিটি করপোরেশন নির্বাহী ম্যাজিস্ট্রেট দি ক্রাইমকে বলেন, আজমপুর রাজউক কমার্শিয়াল মার্কেটের পেছনে দুটি গেট ভেঙে জনসাধারণের চলাচলের ব্যবস্থা করে দেয়া হয়েছে। এই ফুটপাত চাঁদাবাজদের কঠোর হুশিয়ারি দেয়া হয়েছে এবং নোংরা পরিবেশ থাকার কারণে দুই হোটেল কে জরিমানা করা হয়েছে।