রাউজান প্রতিনিধি: বিদুৎ দিয়ে চার্জ দেওয়া হয় ব্যাটারী । বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া ব্যাটারী দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে চলাচল করছে ব্যাটারী চালিত রিক্সা । সরকার ব্যাটারী চালিত রিক্সা, টমটম, করিমন, নসিমন চলাচল নিষিদ্ধ করছে ।

সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাউজানের ৯ নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বাজার, হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে মহামুনি, কোয়েপাড়া, উনসত্তর পাড়া, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় ব্যাটারী চালিত রিক্সা চলাচল করছে। বিদ্যুৎ দিয়ে ব্যাটারী চার্জ দেওয়ায় বিদ্যুৎ সাংশ্রয় হচ্ছেনা।

এছাড়া ও ব্যাটারী চালিত রিক্সা হাইওয়ে সড়কে চলাচল করার নিয়ম না থাকলে ও চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারী চালিত রিক্সা চলাচল করতে দেখা যায়। ব্যাটারী চালিত রিক্সা চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক ও হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হয়ে আসছে।

এলাকার লোকজন জানান, পাহাড়তলী চৌমহনী বাজারের একটি সংঘবদ্ব চক্র ব্যাটারী চালিত রিক্সার মালিক ও চালক থেকে প্রতিদিন চাদাঁ নিয়ে ব্যাটারী চালিত রিক্সা চলাচলে সহায়তা করছে । রাউজান উপজেলার গশ্চি কালু মরার টেক এলাকায় ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যে টাকা খরচ হয় । খরচের টাকা থেকে কম দামে বিদ্যুৎ গ্রহকের কাছে বিক্রয় করছে ।খরচের অবশিষ্ট টাকা সরকার থেকে ভুর্তকি দেওয়া হচ্ছে ।

রাউজান উপজেলাকে বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্ত রাখতে ভুর্তকি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারী চালিত রিক্সার ব্যাটারী চার্জে দেওয়া হচ্ছে । এছাড়া ও সরকারের নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, গহিরা হোয়াকে সড়ক, খান বাহাদুর আবদূল জব্বার চৌধুরী সড়ক, ইছাপুর সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, সাহেব বিবি সড়ক, আধার মানিক ডিসি রোড, এয়াসিন শাহ সড়ক, হলদিয়া ভিলেজ রোড, উরকিরচর এন্ডার সন সড়ক,, ডাঃ রাজা মিয়া সড়ক, কাগতিয়া মাওলানা রুহুল আমিন সড়ক, সুলতানুল আউলিয়া সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, নাগেশ্বর গার্ডেন সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, চান্দ মিয়া চৌধূরী সড়ক, বামা চরন সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, গশ্চি মোহাম্মদ জমা সড়ক, লাম্বুর হাট সড়ক, বড়বাড়ী পাড়া সড়ক, ধর বাড়ী সড়ক, গণীর ঘাট সড়ক সহ রাউজানের বিভিন্ন সড়ক ও গ্রামীন সড়কে টমটম, চলাচল করতে দেখা যায় ।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজমের কাছে জানতে চাইলে, রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, হাইওয়ে সড়কে টমটম ব্যাটারী চালিত রিক্সা চলাচল করতে পারেনা । হাইওয়ে সড়কে টমটম, ব্যাটারী চালিত রিক্সা চলাচল করলে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। হ্ইাওয়ে সড়ক ব্যতিত ভেতরের সড়ক গুলোতে ব্যাটারী চালিত রিক্সা ও টমটম চলাচল করলে আমার দায়িত্বে মধ্যে পড়েনা । হাইওয়ে থানার পুলিশ শুধু হাইওয়ে সড়কে দায়িত্ব পালন করেন ।

রাউজান প্রতিনিধি: বিদুৎ দিয়ে চার্জ দেওয়া হয় ব্যাটারী । বিদ্যুৎ ব্যবহার করে চার্জ দেওয়া ব্যাটারী দিয়ে প্রতিদিন অবৈধ ভাবে চলাচল করছে ব্যাটারী চালিত রিক্সা । সরকার ব্যাটারী চালিত রিক্সা, টমটম, করিমন, নসিমন চলাচল নিষিদ্ধ করছে ।

সরকারের নিষেধাজ্ঞাকে অমান্য করে রাউজানের ৯ নং পাহাড়তলী ইউনিয়নের পাহাড়তলী চৌমুহনী বাজার, হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে মহামুনি, কোয়েপাড়া, উনসত্তর পাড়া, রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী এলাকায় ব্যাটারী চালিত রিক্সা চলাচল করছে। বিদ্যুৎ দিয়ে ব্যাটারী চার্জ দেওয়ায় বিদ্যুৎ সাংশ্রয় হচ্ছেনা।

এছাড়া ও ব্যাটারী চালিত রিক্সা হাইওয়ে সড়কে চলাচল করার নিয়ম না থাকলে ও চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক দিয়ে প্রতিদিন ব্যাটারী চালিত রিক্সা চলাচল করতে দেখা যায়। ব্যাটারী চালিত রিক্সা চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক ও হাফেজ বজলুর রহমান সড়ক দিয়ে চলাচল করায় প্রতিনিয়ত দুর্ঘটনা সংগঠিত হয়ে আসছে।

এলাকার লোকজন জানান, পাহাড়তলী চৌমহনী বাজারের একটি সংঘবদ্ব চক্র ব্যাটারী চালিত রিক্সার মালিক ও চালক থেকে প্রতিদিন চাদাঁ নিয়ে ব্যাটারী চালিত রিক্সা চলাচলে সহায়তা করছে । রাউজান উপজেলার গশ্চি কালু মরার টেক এলাকায় ২৬ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে ফার্নেস অয়েল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করতে যে টাকা খরচ হয় । খরচের টাকা থেকে কম দামে বিদ্যুৎ গ্রহকের কাছে বিক্রয় করছে ।খরচের অবশিষ্ট টাকা সরকার থেকে ভুর্তকি দেওয়া হচ্ছে ।

রাউজান উপজেলাকে বিদ্যুতের লোডশেডিং থেকে মুক্ত রাখতে ভুর্তকি দিয়ে উৎপাদিত বিদ্যুৎ ব্যাটারী চালিত রিক্সার ব্যাটারী চার্জে দেওয়া হচ্ছে । এছাড়া ও সরকারের নির্দেশনা অমান্য করে চট্টগ্রাম কাপ্তাই মহাসড়ক, চট্টগ্রাম রাঙ্গামাটি মহাসড়ক, হাফেজ বজলুর রহমান সড়ক, শহীদ জাফর সড়ক, দোস্ত মোহাম্মদ চৌধুরী সড়ক, রাউজান নোয়াপাড়া সড়ক, গহিরা হোয়াকে সড়ক, খান বাহাদুর আবদূল জব্বার চৌধুরী সড়ক, ইছাপুর সড়ক, চিকদাইর পাঠান পাড়া সড়ক, চিকদাইর সাহেব বাড়ী সড়ক, সাহেব বিবি সড়ক, আধার মানিক ডিসি রোড, এয়াসিন শাহ সড়ক, হলদিয়া ভিলেজ রোড, উরকিরচর এন্ডার সন সড়ক,, ডাঃ রাজা মিয়া সড়ক, কাগতিয়া মাওলানা রুহুল আমিন সড়ক, সুলতানুল আউলিয়া সড়ক, আইলী খীল ওয়াহেদের খীল সড়ক, দক্ষিন হিংগলা কলমপতি সড়ক, নাগেশ্বর গার্ডেন সড়ক, ডাবুয়া রাবার বাগান সড়ক, চান্দ মিয়া চৌধূরী সড়ক, বামা চরন সড়ক, নোয়াপাড়া কচুখাইন সড়ক, গশ্চি মোহাম্মদ জমা সড়ক, লাম্বুর হাট সড়ক, বড়বাড়ী পাড়া সড়ক, ধর বাড়ী সড়ক, গণীর ঘাট সড়ক সহ রাউজানের বিভিন্ন সড়ক ও গ্রামীন সড়কে টমটম, চলাচল করতে দেখা যায় ।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজমের কাছে জানতে চাইলে, রাউজান হাইওয়ে থানার ওসি কামরুল আজম বলেন, হাইওয়ে সড়কে টমটম ব্যাটারী চালিত রিক্সা চলাচল করতে পারেনা । হাইওয়ে সড়কে টমটম, ব্যাটারী চালিত রিক্সা চলাচল করলে অভিযান চালিয়ে আটক করা হচ্ছে। হ্ইাওয়ে সড়ক ব্যতিত ভেতরের সড়ক গুলোতে ব্যাটারী চালিত রিক্সা ও টমটম চলাচল করলে আমার দায়িত্বে মধ্যে পড়েনা । হাইওয়ে থানার পুলিশ শুধু হাইওয়ে সড়কে দায়িত্ব পালন করেন ।