বান্দরবান প্রতিনিধি: প্রার্থনায় সাঙ্গু নদীর জলে ফুল ভাসিয়ে নতুন ভোরকে স্বাগত জানালো তংচংগ্যা ও চাকমা জনগোষ্টীর মানুষ। নতুন বছরকে বরণ করে নিতে মঙ্গলবার ভোরে বান্দরবান শহরে রোয়াংছড়ি বাসস্টেশন সংলগ্ন সাঙ্গু নদীর তীরে আয়োজন করা হয় ফুল বিঝুর অনুষ্ঠান।
রান্যফুল সোসিয়াল অ্যান্ড কালচারাল সোসাইটি’র আয়োজনে ফুল ভাসানোর এই অনুষ্ঠানে এতিহ্যাবাহী পোষাকে তংচংগ্যা ও চাকমা সম্প্রদায়ের তরুণ তরুণী ও শিশুদের মাঝে বাড়তি আনন্দ দেখা যায়। গত দুইবছর বড় আয়োজন করতে না পারার স্বাদ এভারের উৎসব থেকে নিতে চান অনেকে। এসময় তারা গঙ্গা মায়ের কাছে আগামী বছরের জন্য সুখ-শান্তি কামনা করেন। তাদের বিশ্বাস, সুন্দর আগামীর প্রত্যাশায় দেবতার উদ্দেশ্যে ফুল ভাসালে পুরনো বছরের গ্লানি থেকে মুক্তি মেলে।
মঙ্গলবার ভোরে সাঙ্গু নদীতে ফুল ভাসানোর মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন শুরু হয়েছে। চাকমা রীতি অনুযায়ী এই ফুল ভাসানোর নাম ফুল বিঝু। তংচংগ্যারা বলে ফুল বিষু। আগামী তিনদিন চলবে এই অনুষ্ঠান।




