খাগড়াছড়ি প্রতিনিধি: পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের ক্ষুদ্র নৃ গোষ্ঠীদের জাতীয় উৎসব বৈসুক, সাংগ্রাই ও বিজু- এক কথায় বৈসাবি বছর ঘুরে ফিরে এসেছে। মঙ্গলবার (১২ এপ্রিল) ভোরে নদীতে ফুল পূজার মধ্যদিয়ে তিনদিনব্যাপী প্রাণের উৎসব শুরু হয়েছে।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র নির্মলেন্দু চৌধুরী। ভোর হবার আগেই বিভিন্ন এলাকা থেকে ফুল সংগ্রহ করে চেঙ্গীনদী, খাগড়াছড়ি খালে গঙ্গাদেবীর উদ্দেশ্যে ফুল পূজা দেয় শিশু-কিশোর, তরুণ-তরুণীসহ বিভিন্ন বয়সীরা।
উৎসবের প্রথম দিনে চাকমা, ত্রিপুরা ও মারমারা ফুল দিয়ে ঘর সাজায়। বাংলা বছরের শেষ দুইদিন ও বাংলা নববর্ষের প্রথম দিন চলে এ উৎসব। বৈসাবিকে ঘিরে পাহাড়ের পাড়া-পল্লীতে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।
Post Views: 310