সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে অত্যাধুনিক সেবায় সমৃদ্ধ শেভরণ (ক্লিনিক্যাল ল্যাবরেটরি)। উদ্বোধনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে শেভরণ কেরানিহাট মিলনায়তনে সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় শেভরণ ল্যাবরেটরির বিভিন্ন কার্যক্রম, সেবার মান, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রতিষ্ঠানের কেরানিহাট শাখার ম্যানেজিং পার্টনার মীর মোশাররফ হোসেন।
তিনি বলেন,“দক্ষিণ চট্টগ্রামের মানুষ যাতে ঢাকামুখী না হয়ে নিজ এলাকায় আন্তর্জাতিক মানের স্বাস্থ্য পরীক্ষা-নিরীক্ষার সুবিধা পায়—সে লক্ষ্যেই আমরা এই শাখার যাত্রা শুরু করছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- অনলাইন নিউজ পোর্টাল পতাকা নিউজের সম্পাদক এস. এম. রানা,শেভরণের ডেপুটি ম্যানেজার শহিদুল ইসলাম, মার্কেটিং ম্যানেজার বটন কান্তি নন্দী, আনোয়ার শাখার ম্যানেজার সুমন বিশ্বাস, স্থানীয় ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার গণমাধ্যমকর্মী, বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
মতবিনিময় সভায় ল্যাবরেটরির যন্ত্রপাতি, বিশেষায়িত সেবা, জরুরি রিপোর্টিং সিস্টেম, অভিজ্ঞ টেকনোলজিস্টদের উপস্থিতি এবং রোগীসেবায় ল্যাবের বিশেষ পরিকল্পনা তুলে ধরা হয়। এছাড়া উদ্বোধনী দিনে বিশেষ ছাড় ও সুবিধার কথাও জানানো হয়।
অপরদিকে, আগামীকাল (শুক্রবার) জুমার পর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।
উদ্বোধক থাকবেন চট্টগ্রাম-১৫ আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ শাহাজাহান চৌধুরী।
বিশেষ অতিথি থাকবেন, চট্টগ্রামের সিভিল সার্জন ডা. মো. জাহাঙ্গীর আলম, সাতকানিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খন্দকার মাহমুদুল হাসান, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) এর যুগ্ন-মহাসচিব ডা.এস.এম সরোয়ার আলম, সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.মো.জসিম উদ্দিন।
বিশেষ আলোচক থাকবেন শেভরণের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) বিশ্বনাথ দাশ। সভাপতিত্ব করবেন, শেভরণের চেয়ারম্যান আলহাজ ডা. মো.ফরিদুল আলম।




