নিজস্ব প্রতিনিধি: শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে চকরিয়া সহ জেলাব্যাপি বাড়ানো হয়েছে নিরাপত্তা। পূজার সব মণ্ডপে যাতে শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।আজ শনিবার(২৭ সেপ্টেম্বর) বিকেলে চকরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের একটি চৌকস টিম।
উৎসবমুখর পরিবেশে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে র্যাব সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে বলে জানা যায়। পূজাকে কেন্দ্র করে যেকোনো নাশকতার চেষ্টা কঠোরভাবে দমন করা হবে জানান র্যাব-১৫। পূজার নিরাপত্তা নিশ্চিত করতে চকরিয়ার প্রবেশপথ সহ গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। বিজয়া দশমী পর্যন্ত বিশেষ টহল ও পর্যাপ্ত সংখ্যক র্যাব সদস্য মোতায়েন থাকবে।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্য অনুযায়ী, চকরিয়ায় এবার মোট ৯১টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৪৭ টি প্রতিমা পূজা এবং ৪৪টি ঘট পূজা অনুষ্ঠিত হবে।
চকরিয়া কেন্দ্রীয় হরি মন্দির পূজা উদযাপন কমিটির সভাপতি ডাঃ অসিম দে বলেন, এবারের আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা লক্ষনীয়। এধরণের তৎপরতা সচল থাকলে কোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটবেনা বলে আশা প্রকাশ করেন।




