ক্রীড়া প্রতিবেদক: প্রথমবারের মতো সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতেছে বাংলাদেশ। আজ বুধবার (২৮ আগষ্ট) নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের ফাইনালে স্বাগতিক নেপালকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশের ফুটবলাররা।
বাংলাদেশের পক্ষে মিরাজুল ইসলাম ২টি ও রাব্বি হোসেন রাহুল ও পিয়াশ আহমেদ নোভা ১টি করে গোল করেন।
এবারের সাফ অনূর্ধ্ব – ২০ চ্যাম্পিয়নশিপের সেরা খেলোয়াড় ও সর্বাধিক গোলদাতা হয়েছেন বাংলাদেশের ফরোয়ার্ড মিরাজুল ইসলাম (চার গোল)।
টুর্নামেন্টের সেরা গোলরক্ষকের পুরস্কার জিতেছেন সেমিফাইনালের জয়ের নায়ক টাইব্রেকারে ভারতের দু’টি শট ঠেকিয়ে দেওয়া বাংলাদেশের মোহাম্মদ আসিফ।
যুব ও ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন :
নেপালকে হারিয়ে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা যুব ফুটবল দলকে অভিনন্দন জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
ক্রীড়া উপদেষ্টা নিজের ফেসবুকে অভিনন্দন বার্তায় লিখেন, সাফ অনূর্ধ্ব-২০ মেন্স চ্যাম্পিয়নশিপ ২০২৪ এর শিরোপা জিতলো বাংলাদেশ, ভবিষ্যত কান্ডারীদের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন।




