নিজস্ব প্রতিবেদক: ২টি ওয়ানশুটারগান ও ১৪২ বোতল ফেন্সিডিলসহ ১ জন অস্ত্র ব্যবসায়ীকে রাজশাহীর গোদাগাড়ী হতে গ্রেফতার করেছে র্যাব-৫।আজ শনিবার (২৫ মে)রাত সাড়ে ৪টায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন বিদিরপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র ব্যবসায়ী মোঃ রাশিকুল ইসলাম (৩৫)কে গ্রেফতার করা হয়।

র্যাবের মুখপাত্র দি ক্রাইমকে জানান, ধৃত আসামী একজন এলাকার চিহ্নিত মাদক ও অস্ত্র ব্যবসায়ী। সে পেশায় একজন রাজমিস্ত্রী। সে নিজ পেশার আড়ালে আইন-শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে অবৈধ আগ্নেয়াস্ত্র, অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল, ইয়াবাসহ বিভিন্ন মাদক সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে নদী পার করে রাজশাহীর বিভিন্ন মাদক ও অস্ত্র ব্যবসায়ীর নিকট বিক্রয় করে আসছিল। এরই প্রেক্ষিতে র্যাবের গোয়েন্দা দল ধৃত আসামীর গতিবিধির নজরদারী শুরু করে। গোয়েন্দা দল এটাও সনাক্ত করতে সক্ষম হয় যে, পাচারের পূর্বে ধৃত আসামী পার্শ্ববর্তী দেশ হতে অস্ত্র ও মাদক সংগ্রহ করে রাতে কিছু সময়ের জন্য তা মজুদ করে এবং দ্রুত সময়ের মধ্যে অন্যান্য অস্ত্র ও মাদক সারাদেশে ছড়িয়ে দেয়।
উপরোক্ত ঘটনায় রাজশাহী জেলার গোদাগাড়ী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




