নিজস্ব প্রতিবেদক,চকরিয়া : চকরিয়ায় বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে।আজ বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন (বামাপ) চকরিয়া উপজেলা শাখার উদ্যোগে চকরিয়া শপিং কমপ্লেক্সের ৫ম তলায় সংগঠনের অফিস কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি এম. জুনাইদ।
মোঃ হেলাল খানের পবিত্র কোরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-চকরিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বাংলাদেশ মানবাধিকার ও পরিবেশ ফাউন্ডেশন চকরিয়া উপজেলা শাখার প্রধান
সঞ্চালনায় ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আবু সালাম।
সভায় বক্তব্য দেন সংগঠনের সহ-সভাপতি মো. আবুল কালাম, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সোহেল, যুগ্ম সম্পাদক- আব্দুল্লাহ্ আল নোমান, প্রচার সম্পাদক আবদুল হামিদ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শরীফুল ইসলাম, আইটি বিষয়ক সম্পাদক মুবিনুল হক, সহ-সাংগঠনিক সম্পাদক নুরুল ইসলামসহ আগত অতিথিবৃন্দ।
সাধারণ সম্পাদক আবু সালাম বলেন “পরিবেশ দূষণ মানবাধিকারের সরাসরি লঙ্ঘন। কারণ পরিষ্কার বায়ু, সুপেয় পানি, নিরাপদ খাদ্য এবং দূষণমুক্ত পরিবেশ প্রতিটি মানুষের মৌলিক অধিকার। পরিবেশ ধ্বংসের মাধ্যমে মানুষের জীবন ঝুঁকিতে ফেলা কখনো মানবিক হতে পারে না।”
বক্তারা মানবাধিকার প্রতিষ্ঠা, পরিবেশ সুরক্ষা, নারী ও শিশুর অধিকার, স্বচ্ছ প্রশাসন, বিচারপ্রাপ্তির নিশ্চয়তা এবং বৈষম্যহীন সমাজ গঠনে সরকারি-বেসরকারি উদ্যোগ আরও জোরদার করার আহ্বান জানান।
সভায় সংগঠনের নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।




