প্রেস বিজ্ঞপ্তি: যশোর জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৫১ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। আজ মঙ্গলবার (২৩ জানুয়ারী) রাত ২টায় চৌগাছা থানাধীন পেটভরা বাজারস্থ জনৈক মোঃ রমজান আলী এর আরএস পোল্ট্রি এন্ড ফিড দোকানের সামনে চৌগাছা টু নারায়নপুর গামী পাঁকা রাস্তার উপর হ’তে তাদের আলামতসহ মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মোঃ আরিফুল ইসলাম(২৫) ও মোঃ ইমামুল হোসেন(২৪)। তাদের বাড়ি চৌগাছা থানাধীন পেটভরা দক্ষিনপাড়া গ্রামে।
ডিবি যশোরের এসআই মোঃ সোলায়মান আক্কাস, এসআই কাজী আব্দুল মান্নান, এএসআই গৌরাঙ্গ কুমার মন্ডল, এএসআই এসএম ফুরকান ও সংগীয় ফোর্সের সমন্বয়ে একটা চৌকস টিম যশোর চৌগাছা থানা এলাকায় অভিযান পরিচালনা করেন।
জব্দকৃত ফেন্সিডিল এর মূল্য অনুমান ১ লাখ,৫৩ হাজার টাকা।
এ সংক্রান্তে এসআই মোঃ সোলায়মান আক্কাস বাদী হয়ে যশোর চৌগাছা থানায় এজাহার দায়ের করেন।




