সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : নির্বাচনী প্রচারণার সময় নিজের ও সন্তানের নিরাপত্তায় সতর্ক থাকতে দলীয় নেতা-কর্মীদের অডিও বার্তায় নির্দেশনা দিলেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্ণেল (অব.) অলি আহমদ বীর বিক্রম। সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) দলীয় নেতাকর্মীদের দেওয়া নির্দেশনার ২ মিনিট ৪৪ সেকেন্ডের একটি অডিওটি সম্প্রতি ভাইরাল হয়। কর্ণেল অলির পৈত্রিক বসতঘর চন্দনাইশ পৌরসভার গাছবাড়িয়া এলাকায়। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) হচ্ছে তাঁর নির্বাচনী এলাকা। তাঁর সন্তান হচ্ছে, এলডিপির প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক ওমর ফারুক।
জানা যায়, দেশের সার্বিক পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। যত্রতত্র মব সৃষ্টির কারণে দেশের মানুষ নিরাপত্তাহীনতার মধ্যে রয়েছে। সব বিষয় বিবেচনা করে অন্তর্বর্তী সরকার ব্যক্তিগত পর্যায়ে গানম্যান দেওয়ার সিদ্ধান্ত নেন। এ পর্যন্ত সরকার বেশ কয়েকজনকে গানম্যান দিয়েছেন। এর মধ্যে কর্ণেল অলি আহমদও একজন। ফলে অলি আহমদ দেশের বর্তমান পরিস্থিতিতে নির্বাচনী প্রচারণার সময় নেতা-কর্মীদের সতর্ক থাকার নির্দেশনা দেন।
সম্প্রতি কর্ণেল অলি নেতা-কর্মীদের দেওয়া নির্দেশনার একটি অডিও ফেসবুকে ভাইরাল হয়। ভাইরাল হওয়া অডিওতে কর্ণেল অলিকে বলতে শোনা যায়, আসসালামু আলাইকুম, খাগরিয়া, হাশিমপুর ও চন্দনাইশ পৌরসভাসহ আগামীতে যেখানেই গণসংযোগ করা হবে সেখানে লোকাল নিজস্ব অন্তত ১০-১৫ জনের মত মানুষ আমি (অলি) ও ওমর ফারুকের চতুর্দিকে রাখতে হবে। সব সময় খেয়াল রাখতে হবে মিছিলে যেন অপরিচিত মানুষ আশেপাশে না যায় এবং কোন মোটরসাইকেল যাতে মিছিলকে ক্রস করতে না পারে। পিছনে ও সামনে মানুষ রাখতে হবে। মিছিলের সামনে ৫ জন পিছনে ৫ জন থাকতে হবে। কেউ যাতে আমাদের মিছিল করার সময় পার হতে না পারে। মোটরসাইকেল ওয়ালাদের চতুর্দিকে ঘিরে রাখতে হবে। আমরা সবাই চলে যাওয়ার পরেই মোটরসাইকেল ওয়ালারা যেতে পারবে।
দেশের বর্তমান পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কর্ণেল অলি বলেন, দেশে এখন অনেক গোলমাল হচ্ছে। আপনারা সবাই দেখছেন। সব সময় খেয়াল রাখতে হবে। আরও গোলমাল হবে, রক্তপাতও আরও হবে। তা দিন দিন বৃদ্ধি পাবে। এ মুহূর্তে প্রত্যেককে নিজের সাবধানতা অবলম্বন করতে হবে। নিজের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।
কর্ণেল অলি ও সন্তান ওমর ফারুকের নিরাপত্তা দেওয়ার বিষয়ে দলীয় নেতা-কর্মীদের তিনি বলেন, আমি ও ওমর ফারুকের চতুর্দিকে আমার বাড়ি থেকে মানুষ যাবে। তারা থাকবে ভেতরে, বাইরে থাকবে লোকাল মানুষ। আমাদের সাথে ৫ অথবা ১০ জন থাকবে। মিছিলের আগেও থাকবে পরেও থাকবে। অপরিচিত সন্দেহভাজন কোন মানুষ যাতে মিছিলে যোগদান করতে না পারে এবং মোটরসাইকেল ওয়ালারা যাতে আগে থেকে ও পিছন থেকে যেতে না পারে সে জন্য তাদের (মোটরসাইকেল ওয়ালা) ঘিরে রাখতে হবে। তাদের চার থেকে পাঁচ
জন মানুষ ঘিরে রাখবে। এই জন্য প্রত্যেককে সাবধানতা অবলম্বন করার জন্য বলে দিতে হবে , ব্যবস্থা গ্রহণ করতে হবে। ইনশাল্লাহ আল্লাহর মেহেরবানীতে আর সমস্যা হবে না। ধন্যবাদ।
অডিও’র সত্যতা নিশ্চিত করে সাতকানিয়া উপজেলা এলডিপির সাধারণ সম্পাদক মো.জসিম উদ্দিন বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে দলীয় নেতা-কর্মীদের সতর্ক থাকতে আমাদের নেতা কর্ণেল অলি এ নির্দেশনা দেন।




