বিজন কুমার বিশ্বাস, নিজস্ব প্রতিনিধি: আগামী ২৫ ডিসেম্বর বুধবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আগমন উপলক্ষে কক্সবাজারের চকরিয়ায় এক বিশাল আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি উৎসবমুখর পরিবেশে চকরিয়া পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
মিছিলে উপজেলা ও পৌর বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিপুল সংখ্যক সমর্থক অংশগ্রহণ করেন।
মিছিল চলাকালে নেতাকর্মীরা দলীয় পতাকা, ব্যানার ও ফেস্টুন হাতে নিয়ে তারেক রহমানের নেতৃত্বে বিএনপির আন্দোলন সংগ্রামের প্রতি সমর্থন জানান।
নেতাকর্মীরা এ সময় বিভিন্ন স্লোগানের মাধ্যমে তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং আগামী দিনের রাজনৈতিক আন্দোলনে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। আনন্দ মিছিলকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।
নেতৃবৃন্দ তাঁদের বক্তব্যে বলেন, তারেক রহমানের আগমন দেশের রাজনীতিতে নতুন গতি সঞ্চার করবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে বিএনপিকে আরও শক্তিশালী করবে। তাঁরা আগামী দিনের কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
মিছিলটি চকরিয়া থানা রাস্তায় মাথা থেকে শুরু হয়ে মাতামুহুরি ব্রিজে গিয়ে শান্তিপূর্ণভাবে শেষ হয়।




