রাউজান প্রতিনিধিঃ রাউজানে এক রাতে দু’টি মন্দির চুরির ঘটনা ঘটেছে। গত রবিবার দিবাগত গভীর রাতে রাউজান উপজেলার নোয়াজিষপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটে।
জানা যায়, নোয়াজিষপুর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দুলাল ডাক্তারের বাড়ি ও রবীন্দ্র ডাক্তার বাড়িতে পৃথক তালা ভেঙে মন্দির চুরির ঘটনা গুলো ঘটে। সেখান থেকে ৪টি ঘট, ঘটের স্বর্ণ, ২টি মূর্তি, পিতলের কাসা-ঘন্টা, ২টি থালা, শরি ২, দানবক্সের টাকাসহ প্রায় ৬০-৭০ হাজার টাকার সামগ্রী চুরি হয়। একই রাতে প্রস্তাবিত সার্বজনীন শ্রী শ্রী শিব মন্দিরের তালা ভেঙে, ৩টি পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে ৫-৬ হাজার টাকা ক্ষতি হয়। এর আগে গত শনিবার রাতে একই ইউনিয়নের শ্রী শ্রী মগদেশ্বরী মন্দিরেও চুরির ঘটনা সংগঠিত হয়। সেখান থেকে বড় পিতলের ঘট ও দানবক্সের টাকা মিলে প্রায় ৮-১০ হাজার টাকা নিয়ে যায় চোরের দল।
স্থানীয় সুজন রায় ও তপন নামে দুই ব্যক্তি বলেন, গত কয়েকে দিনের ব্যবধানে আমাদের এলাকার তিনটি মন্দির চুরির ঘটনা ঘটেছে। তা অত্যন্ত দুঃখজনক। আমরা লিখিত অভিযোগ বা মামলা করি নাই। তবে সংবাদ পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি সাহেব আসার কথা রয়েছে। উনার সঙ্গে কথা বলে পরবর্তী করণীয় নির্ধারণ করা হবে।
এই প্রসঙ্গে জানতে চাইলে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজেদুল ইসলাম বলেন ‘চুরি ঘটনার বিষয়ে আমি অবগত নই। আমি অসুস্থ তাই জেনে বিস্তারিত জানাতে হবে।




