প্রেস বিজ্ঞপ্তি: র্যাব-০৫ জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকা থেকে কিশোর গ্যাং লিডার সাজু সহ ৩ কিশোর গ্যাংকে গ্রেফতার করেছে। গতকাল সোমবার (২২ জানুয়ারী)রাত ১০টায় কালাই থানাধীন কলেজপাড়া এলাকা হতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সাজু সরদার (২৬), মোঃ কামরুজ্জামান স্বাধীন (১৯) ও মোঃ শিপন আহম্মেদ (১৬)।তাদের বাড়ী জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়ায়।
র্যাব-৫, সিপিসি-৩ আভিযানিক দল কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আভিযানিক দল জয়পুরহাট জেলার কালাই থানাধীন কলেজপাড়া এলাকায় পৌঁছালে আটককৃত কিশোর গ্যাংয়ের সদস্যদের গাঁজা সেবনরত অবস্থায় তাদেরকে হাতেনাতে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করতে জয়পুরহাট জেলার পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।
Post Views: 280




