সুকান্ত বিকাশ ধর, সাতকানিয়া : সাতকানিয়ায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে লাইসেন্সবিহীন অবৈধ ফিলিং স্টেশন বসিয়ে কাভার্ড ভ্যানে করে ঝুঁকিপূর্ণভাবে সংকুচিত প্রাকৃতিক গ্যাস (সিএনজি) বিক্রির সময় মোক্তার আহমদ (৪৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে এক লাখ টাকা জরিমানা আদায় করে তাকে ছেড়ে দেওয়ার পাশাপাশি জব্দ করা হয় সিএনজি সিলিন্ডার ভর্তি একটি কাভার্ড ভ্যান।
আজ সোমবার (২২ জানুয়ারী) দুপুরে উপজেলার দেওদিঘী বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.আরাফাত সিদ্দিকীর নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আরাফাত সিদ্দিকী বলেন, মোবাইল কোর্ট পরিচালনার নিয়মিত কাজের অংশ হিসেবে অভিযানটি পরিচালনা করা হয়। গ্যাস পাম্পটি তালা বদ্ধ করে দেয়া হয়। জব্দকৃত কাভার্ড ভ্যানটি পুলিশ হেফাজতে দেওয়া হয়েছে। আগামীতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
জানা যায়, বেশ কয়েক বছর ধরে দেওদীঘি এলাকায় সাবেক সংসদ সদস্যের প্রভাব খাটিয়ে আত্মীয়-স্বজনকে মাসিক মাসোহারা ও অভিযান পরিচালনায় দায়িত্বরত সকল প্রতিষ্ঠানকে ম্যানেজ করে মো.জেয়াবুল, তার ভাই ও ঘনিষ্ঠরা মিলে সম্পূর্ণ ঝুঁকিপূর্ণ জেনেও অবৈধভাবে এ গ্যাস ব্যবসা চালিয়ে আসছিল। এতে উপজেলা প্রশাসনও অনেকটা সাবেক সংসদ সদস্যের আত্মীয়-স্বজনদের চাপের কারণে অভিযোগ পরিচালনায় উদাসীনতা দেখিয়ে অভিযান এড়িয়ে চলতেন।
বিগত ১৬ জানুয়ারি সাতকানিয়া উপজেলার মাসিক আইন-শৃঙ্খলা কমিটির সভায় নবনির্বাচিত সংসদ সদস্য এম এ মোতালেব দেওদীঘিসহ সাতকানিয়া-লোহাগাড়ায় অবৈধভাবে কাভার্ড ভ্যানে করে সিএনজি বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনকে নির্দেশ দিলে টনক নড়ে প্রশাসনের। এরই অংশ হিসেবে এ অভিযানটি উপজেলা প্রশাসন পরিচালনা করে বলে বিভিন্ন জনপ্রতিনিধি ও সাধারণ মানুষ অভিমত দেন।
এ ব্যাপারে দেওদীঘি গ্যাস পাম্প এর সাথে লাগোয়া বাড়ির মালিক ও ছাত্রলীগ নেতা ওয়াহিদুল ইসলাম মানিক বলেন, এতদিন গ্যাস পাম্পটি আমার বাড়ির সাথে লাগোয়া হওয়ায় খুবই আতংকের মধ্যে ছিলাম। এখন স্বস্তির নিঃশ্বাস ফেলছি। এজন্য নবনির্বাচিত সংসদ সদস্য মোতালেব সাহেব নির্দেশ না দিলে অভিযানটি পরিচালিত হতো না। তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এ উপজেলার এওচিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) এর চেয়ারম্যান আবু ছালেহ বলেন, শুধু অবৈধ গ্যাস ব্যবসা নয়, আমার ইউনিয়নে অবৈধভাবে মাটি কাঁটা ও মাদকসহ সকল ধরনের কর্মকাণ্ড বন্ধের প্রক্রিয়া শুরু হয়েছে।
চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সংসদ সদস্য এম এ মোতালেব বলেন, আমার সংসদীয় এলাকার কোন ধরনের অবৈধ কর্মকান্ড চলতে দেওয়া হবে না। এসব বন্ধে প্রশাসনকে আমি কঠোরভাবে নির্দেশনা দিয়েছি। এ জন্য প্রশাসনকে সকল ধরনের সহায়তা প্রদান করা হবে।




