চকরিয়া অফিস : পরিবেশ আইন লঙ্ঘন করে চকরিয়া উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়নে চাষের জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক পড়েছে। স্থানীয় মাটি খেকোরা স্কেভেটর দিয়ে জমির শ্রেণি পরিবর্তন করে গত একমাস ধরে কৃষি জমি কেটে মাটি নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢেমুশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মাটি কাটার তিনটি স্কেভেটর গাড়ি জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন বলেন, এভাবে কৃষি জমি কেটে মাটির উপরিভাগ থেকে টপসয়েল লুটে নেয়ায় কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে চাষাবাদের জমিও কমে যাচ্ছে। এ অবস্থায় ওই এলাকায় পরিবেশগত সংকটও দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে কৃষি জমি কেটে অবৈধভাবে মাটি লুটের কারবার বন্ধে অভিযান পরিচালনা করেছেন চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে লুটেরা লোকজন আশপাশের মানুষের বাড়ি ভিটা ও ইটভাটায় বিক্রি করছিলেন।

তিনি বলেন, জব্দকৃত স্কেভেটর গাড়ি গুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।

চকরিয়া অফিস : পরিবেশ আইন লঙ্ঘন করে চকরিয়া উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া ও কোনাখালী ইউনিয়নে চাষের জমি কেটে মাটি উত্তোলনের হিড়িক পড়েছে। স্থানীয় মাটি খেকোরা স্কেভেটর দিয়ে জমির শ্রেণি পরিবর্তন করে গত একমাস ধরে কৃষি জমি কেটে মাটি নিয়ে যাচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে ঢেমুশিয়া ইউনিয়নে অভিযান চালিয়ে মাটি কাটার তিনটি স্কেভেটর গাড়ি জব্দ করা হয়েছে।

চকরিয়া উপজেলা কৃষি অফিসার এসএম নাছিম হোসেন বলেন, এভাবে কৃষি জমি কেটে মাটির উপরিভাগ থেকে টপসয়েল লুটে নেয়ায় কৃষি জমির উর্বরতা শক্তি কমে যাচ্ছে। এতে চাষাবাদের জমিও কমে যাচ্ছে। এ অবস্থায় ওই এলাকায় পরিবেশগত সংকটও দেখা দিয়েছে।

জানা গেছে, উপজেলার উপকূলীয় ঢেমুশিয়া ইউনিয়নে কৃষি জমি কেটে অবৈধভাবে মাটি লুটের কারবার বন্ধে অভিযান পরিচালনা করেছেন চকরিয়া উপজেলা ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম বলেন, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন করে লুটেরা লোকজন আশপাশের মানুষের বাড়ি ভিটা ও ইটভাটায় বিক্রি করছিলেন।

তিনি বলেন, জব্দকৃত স্কেভেটর গাড়ি গুলো স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।