মিজবাউল হক, চকরিয়া : কক্সবাজারের চকরিয়ায় ইয়াবাসহ তিন মাদক কারাবারিকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৪৯ হাজার ইয়াবা ও দু’টি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) ভোরে চকরিয়া পৌশহরের শহিদ আবদুল হামিদ বাস টার্মিনাল এলাকা থেকে তাদের আটক করা হয়।
ইয়াবার বড়ির আনুমানিক মূল্য দেড় কোটি টাকা বলে জানিয়েছেন পুলিশ।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে থানার একটি দল চকরিয়া পৌর শহিদ আবদুল হামিদ বাস টার্মিনালে বুধবার রাত ১২টার থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত চেকপোস্ট বসায়। চেকপোস্টে গাড়ী তল্লাসিকালে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড ধুরংখালী এলাকার এজাহার মিয়ার ছেলে মো. মফিজ উদ্দিন (২৩), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ড জাদিমুরা গ্রামের জাফর আহমদের ছেলে মো. জাহেদ (২২) ও টেকনাফ পৌরসভার ৩নম্বর ওয়ার্ড নতুন পল্লানপাড়ার মো. ইউনুছ এর ছেলে হাবিবুর রহমান প্রকাশ হাবিব।
চকরিয়া থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, টেকনাফ থেকে একদল মাদক কারবারি বিপুল পরিমাণ ইয়াবা বড়ি চট্টগ্রামে নিয়ে যাচ্ছিল বলে খবর আসে। এই গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের একটি টিম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া পৌর শহিদ আবদুল হামিদ বাস টার্মিনাল চেকপোস্ট বসায়। আজ বৃহস্পতিবার ভোরের দিকে দু’টি মোটরসাইকেল নিয়ে তিনজন যুবক চট্টগ্রামের দিকে যাচ্ছিল। তাদের থামানোর চেষ্টা করলে তারা চেকপোস্ট ফাঁকি দিয়ে পালাতে চেষ্টা করে। একপর্যায়ে ধাওয়া করে তাদের আটক করা হয়।
তিনি আরও বলেন, আটকের পর তাদের দেহ ও মোটরসাইকেলে তল্লাশি চালালে প্রায় ৪৯ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় দেড় কোটি টাকা। আটক তিনজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। তাদের দুপুরে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়েছে বলেও জানান ওসি শেখ মোহাম্মদ আলী।




