নগর প্রতিবেদক: পরিবেশবাদী সংগঠন এ্যাড ভিশন বাংলাদেশ এর উদ্যোগে গতকাল মঙ্গলবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় নগরীর সিআরবি’র একটি রেস্টুরেন্টে কর্ণফুলি নদী রক্ষাসহ যাবতীয় পরিবেশ বিধ্বংসী কার্যক্রমের প্রতিবাদ বিষয়ক আলোচনা সভা ও কম্বল বিতরণ অনুষ্ঠিত হয় । সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী সংগীত শিল্পী মাসুদ রানার সঞ্চালনায় জেলা কমিটির সভাপতি নাছির বাঙ্গালীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজী ফাউন্ডেশন এর চেয়ারম্যান গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কাশবন রেস্টুরেন্ট বহদ্দারহাট চট্টগ্রাম শাখার চেয়ারম্যান সামশুদ্দিন খন্দকার , বীমা কর্মকর্তা স্বপন কুমার চক্রবর্তী, অবসর প্রাপ্ত সরকারী কর্মকর্তা মোহাম্মদ হোসেন, রাউজান প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পরিবেশ সংগঠক সাংবাদিক রতন বড়ুয়া, সংগঠনের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি এম নুরুল হুদা চৌধুরী ।
বক্তব্য রাখেন- সংগটনের অর্থ সমাপাদক লিটন কান্তি বড়ুয়া, বাংলাদেশ দোকান মালিক সমিতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব সেলিম নুর , লায়ন মাহতাব উদ্দিন , সংগঠনের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আবদুল আলিম, সমাজ সেবক শফিকুল আজম, পটিয়া ব্যাবসায়ী সমিতির সাবেক সাধারন সম্পাদক প্রফুল্ল রঞ্জন সুশিল ও সাংবাদিক মোহাম্মদ এইস ডি রাজু প্রমুখ ।
অনুষ্ঠানে পরিবেশ রক্ষায় বিশেষ অবদানের জন্য দু’টি প্রতিষ্ঠান ও কয়েকজন ব্যাক্তিকে স্মারক সম্মাননা প্রদান ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় ।




