নগর প্রতিবেদক: বায়েজিদ বোস্তামী থানা পুলিশের অভিযানে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। গতকাল বুধবার (০৩ জানুয়ারী) রাত পৌনে ১২টায় বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ টু অক্সিজেন রোডস্থ মাম ওয়েল মিলস্ এর সামনে পাকা উপর চেকপোস্ট করাকালে একটি সিএনজি অটোরিক্সা হ’তে ইয়াবাসহ ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়। আটককৃত ইয়াবা ব্যবসায়ীর নাম মো: নাছির উদ্দীন (৪২) ।
উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোখলেছুর রহমান এর সার্বিক দিক নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পঙ্কজ দত্ত ও সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ বেলায়েত হোসেনের তত্বাবধানে, অফিসার ইনচার্জ সন্জয় কুমার সিনহার নেতৃত্বে বায়েজিদ বোস্তামী থানা এলাকায় নিয়োজিত রোমিও-৩৪ (নৈশ) এর এএসআই মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় কং/৩৭৩৮ মোঃ রফিকুল ইসলাম, কং/৩৮৯১ শ্যামল চন্দ্র দেবনাথ সহ বায়েজিদ বোস্তামী থানাধীন বায়েজিদ টু অক্সিজেন রোডস্থ মাম ওয়েল মিলস্ এর সামনে পাকা উপর চেকপোস্ট করাকালে একটি সিএনজি অটোরিক্সা থামাইয়া চেক করাকালে সিএনজি অটোরিক্সার পিছনের সিটে বসা যাত্রী মো: নাছির উদ্দীন (৪২) এর নিকট হ’তে ২০ হাজার পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার অফিসার ইনচার্জ সন্জয় কুমার সিনহা দি ক্রাইমকে জানান, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লক্ষ টাকা। এ ঘটনায় তাহার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করত বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।




