চকরিয়া প্রতিনিধি : সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে অবৈধভাবে মায়ানমার থেকে আনা ট্রাক ভর্তি ২০টি চোরাই গরু উদ্ধার করেছে চকরিয়া থানা পুলিশ। এসময় পাচারকাজে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) বিকালে পুলিশের একটি টিম উপজেলার ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮নং ওয়ার্ডের গাবতলী বাজারের রুদ্র পাড়া এলাকা থেকে চোরাই গরু ভর্তি ট্রাক গাড়িটি জব্দ করেছে।
আটককৃতরা হলেন- চকরিয়া উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মাস্টার আলীপাড়ার মাস্টার জহির আহমদ এর ছেলে ওমর ফারুক (৩০), একই ইউনিয়নের মুসলিমনগর পাড়া এলাকার আবুল খাইর এর ছেলে গিয়াস উদ্দিন (৫০) ও চাঁদপুর জেলার কচুয়া উপজেলার সাতবাড়িয়া এলাকার আবুল হোসেন এর ছেলে মোশাররফ হোসেন (২৬)।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গতকাল বিকাল তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের গাবতলি এলাকায় কতিপয় পাচারকারী চক্র সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে মায়ানমার থেকে চোরাই পথে একটি গরুর চালান এনেছে।
ওইসময় থানার এসআই সুজাউদ্দৌলার নেতৃত্বে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গরু গুলো বিক্রি করার সময় গরু ভর্তি ট্রাক গাড়িটি জব্দ ও পালিয়ে যাবার পথে তিনজনকে আটক করে।
ওসি আরও বলেন, ঘটনাস্থল থেকে জব্দ করা গরু গুলোর আমদানি ও মালিকানা স্বপক্ষে বৈধ কোন কাগজপত্র দেখাতে পারেনি। তাই ট্রাকসহ গরু সমুহ থানা হেফাজতে নেওয়া হয়েছে। এব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে।



