নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ চট্টগ্রামের লোহাগাড়ায় আধুনগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে সুফি মিয়াজী পাড়ায় পুকুরে পাওয়া গেল অজ্ঞাতনামা (২৮) এক যুবকের লাশ।আজ শনিবার (২৮ অক্টোবর)বিকাল সাড়ে ৫টায় স্থানীয় লোকজন পুকুরে ভাসমান অবস্থায় এ লাশ দেখতে পায়।
সংবাদ পেয়ে লোহাগাড়া থানা পুলিশ লাশ উদ্ধার করে।
ঘটনাস্থল পরিদর্শন করেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ রাশেদুল ইসলাম।
আধুনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন ও স্থানীয় মেম্বার সুজন কান্তি নাথ বিষয়টি নিশ্চিত করেছেন।
চেয়ারম্যান জানান, এ যুবকের পরণে রয়েছে মেরুন রঙের শার্ট ও কমলা রঙের প্যান্ট। যুবকের শরীরের কোনো অংশে ক্ষত বা আঘাতের চিহ্ন দেখা যায়নি।
পুলিশ জানায়, তার ডান চোখে আঘাতের মতো লাল চিহ্ন দেখা যাচ্ছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণসহ আইনগত পদক্ষেপের কথা বলেছেন লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ।




