নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে মাদক বিরোধী অভিযান ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।গতকাল বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর)রাত সাড়ে ১০টায় শাহরাস্তি থানাধীন পূর্ব উপলতা হতে শাহরাস্তি থানা পুলিশ তাকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ সালাউদ্দিন খন্দকার মিন্টু (৩১)। তার বাড়ি চট্টগ্রাম জেলার ভূজপুর থানার হেয়াকো গ্রামে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক-নির্দেশনায় শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এসআই জনি কান্তি দে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে শাহরাস্তি থানাধীন পূর্ব উপলতা সাকিনে জনৈক গোপাল ঠাকুরের পুকুর পাড় সংলগ্ন মেহের ডিগ্রি কলেজ হতে বটতলা গামী পাকা রাস্তার উপর হতে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে শাহরাস্তি থানার মামলা নং-১৫, তাং- ২৮/০৯/২০২৩ইং, ধারা- ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
Post Views: 356




