নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে রিক্সা-চালক দুলাল হত্যাকান্ডের অন্যতম হোতা মোঃ শরীফ মাঝি (২৪)কে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। গতকাল বুধবার (২৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৫টায় চাঁদপুর সদর মডেল থানাধীন বাগাদী ইউনিয়ন হ’তে এই খুনীকে গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম তার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিং এর মাধ্যমে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, গত ১৩ সেপ্টেম্বর সন্ধ্যায় আসামী শরীফ মাঝি চাঁদপুর শহরে কাজের সন্ধানে আসে এবং তার পরিচিত রিক্সা ড্রাইভার খোঁজে যাতে একটি রিক্সার ব্যবস্থা করে চালাতে পারে। আসামী কোন পরিচিত রিক্সা ড্রাইভার না পেয়ে ঐ দিন রাত ১১টায় চাঁদপুর লঞ্চ ঘাটে যায় এবং লঞ্চ ঘাটের বাহিরে ও ভিতরে ঘুরাফেরা করে। পরবর্তীতে ভিকটিম মোঃ দুলাল(৫৩) কে বয়স্ক লোক দেখে তার রিক্সাটি চুরি করার উদ্দেশ্যে রঘুনাথপুর জনকল্যান বাজারে যাওয়ার জন্য তার রিক্সাটি ভাড়া করে। আসামী ভিকটিমের রিক্সা নিয়ে জনকল্যান বাজারে যাওয়ার পূর্বে মসজিদের পাশ হতে একটি ইট নিয়ে রিক্সায় উঠে।

ভিকটিম দুলাল(৫৩) রিক্সা নিয়ে সামনের দিকে যেতে না চাইলে আসামী বলে যে, জনৈক ইয়াকুব আলী ব্যাপারীর বাড়ীর সামনে গিয়ে নেমে যাবে। পরবর্তীতে ভিকটিম দুলাল তার রিক্সা নিয়ে ইয়াকুব আলীর বাড়ীর দিকে যেতে থাকে। ভিকটিম দুলাল ইয়াকুব আলীর বাড়ীর নির্জন জায়গায় পৌঁছালে ভিকটিমকে আসামী রিক্সা থামাতে বলে। ভিকটিম রিক্সা থামানোর সাথে সাথে আসামী রিক্সায় থাকা ইট নিয়ে ভিকটিমের মাথার পেছনে সজোরে আঘাত করে। তখন ভিকটিম রিক্সা হতে রাস্তার বাম পাশে পড়ে যায়। তখন আসামী রিক্সা হতে নেমে ভিকটিমের মাথায় আরো দু’টি বাড়ি মারে। তখন ভিকটিমকে মৃত মনে করে ভিকটিমকে আসামী পাশ্ববর্তী জলাশয়ে ফেলে যায়।
পরবর্তীতে আসামী ভিকটিমের রিক্সা নিয়ে জনকল্যান বাজার হয়ে আসামীর বাড়ীতে চলে যায়। আসামী বাড়ীতে যাওয়ার পর তার বাড়ীর বাগানে রিক্সাটি রেখে সে তার বাড়ীতে যায়। আসামী তার বাড়ীতে খাওয়া দাওয়া করে আসামীর বাড়ী হতে রিক্সা খোলার যন্ত্র পাতি নিয়ে রিক্সাটি আলাদা আলাদা করে খুলে ফেলে। রিক্সার ৪টি ব্যাটারী বাগানের এক পাশে লুকিয়ে রাখে এবং রিক্সার আলাদা করা অংশ গুলো আসামীর বাড়ীর সামনের পুকুরের পানিতে ফেলে দেয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ পূর্বক পুলিশ রিমান্ডের আবেদন প্রেরণ করা হবে।
Post Views: 483




