চাঁদপুর প্রতিনিধি: চাঁদপুরে মাদক বিরোধী অভিযানে দশ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক ব্যবসায়ীনিকে আটক করেছে।আজ মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) চাঁদপুর জেলার হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় সাকিনস্থ হোসেন উদ্দিন হাজী বাড়ীর আবুল বাসার প্রঃ আবু মিস্ত্রীর টিনের বসত ঘরের উত্তর পূর্ব কক্ষে হতে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত নারী মাদক ব্যবসায়ীনির নাম নাসরিন বেগম(২৫। তার বাড়ি হাজীগঞ্জ থানাধীন ৭নং ওয়ার্ডে।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ এর তত্ত্বাবধানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে এসআই মোঃ নাজিম উদ্দিন সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহযোগীতায় হাজীগঞ্জ পৌরসভার ৭নং ওয়ার্ড টোরাগড় সাকিনস্থ হোসেন উদ্দিন হাজী বাড়ীর আবুল বাসার প্রঃ আবু মেস্ত্রীর টিনের বসত ঘরের উত্তর পূর্ব কক্ষে হতে নাসরিন বেগম (২৫), সাং-টোরাগড়, হোসেন উদ্দিন হাজী বাড়ী, ০৭নং পৌর ওয়ার্ড, হাজীগঞ্জ পৌরসভা, থানা-হাজীগঞ্জ, জেলা-চাঁদপুর এর ডান হাতে থাকা সাদা প্লাস্টিকের ব্যাগ হতে শালীনতার সহিত তল্লাশী করে সাদা কস্টেপ দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ৫০টি নীল রং এর পলিপ্যাকে(দশ হাজার পিস গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
উদ্ধারকৃত ইয়াবার মূল্য ত্রিশ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে হাজীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ রুজু করা হয়েছে।
Post Views: 441




