চাঁদপূর প্রতিনিধি: হাজীগঞ্জ থানা পুলিশ কর্তৃক পৃথক মাদক বিরোধী অভিযানে ৩০ কেজি গাঁজা, ১৫ বোতল হুইস্কি ও ভোটকা এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ রবিবার (১০ সেপ্টেম্বর)ভোরে হাজীগঞ্জ থানাধীন ০৩ নং পৌর ওয়ার্ড খাটরা বিলওয়াই হান্নান চৌধূরীর সীমানা প্রাচীরের মেইন গেইটের সামনে কাঁচা রাস্তার উপর গাড়ি তল্লাশী করার সময় মাদকসহ তাদের গ্রেফতার করা হয়।
পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম এর দিক নির্দেশনায়, অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ এর তত্ত্বাবধানে এসআই মোহাম্মদ মিছবাহুল আলম চৌধুরী, এসআই সুকান্ত মজুমদার এর নেতৃত্বে হাজীগঞ্জ থানার একটি চৌকস দল এ অভিযান পরিচালনা করেন।
হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ দি ক্রাইমকে জানান, হাজীগঞ্জ থানাধীন ০৩ নং পৌর ওয়ার্ড খাটরা বিলওয়াই হান্নান চৌধূরীর সীমানা প্রাচীরের মেইন গেইটের সামনে কাঁচা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ী পিকআপসহ গ্রেফতার করে এবং অপর দু’জন মাদক ব্যবসায়ী পালিয়ে যাই। পিকআপ গাড়ি তল্লাশী করে মোট ৩০ কেজি গাঁজা, ১৫ বোতল হুইস্কি ও ভোটকা জব্দ করা হয়।
জব্দকৃত ৩০ কেজি গাঁজার অনুমান মূল্য ৬ লক্ষ টাকা ও ১৫ বোতল ভোটকা ও হুইস্কির আনুমানিক মূল্য ৪৫ হাজার টাকা । আটককৃত রেজিস্ট্রেশনবিহীন পিকআপের মূল্য দেড়লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামীরা হলেন- মোঃ মমিন পাটোয়ারী (২৭)। পলাতক আসামী শিরিন আক্তার আঁখি (২২) ও অজ্ঞাতনামা পিকআপের চালকদ্বয়ের নাম ঠিকানা যাচাই ও সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
পৃথক অন্য আরেকটি অভিযানে পুলিশের একটি চৌকস টিম কর্তৃক নিয়মিত মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে হাজীগঞ্জ থানাধীন ০৭ নং পৌর ওয়ার্ড, টোরাগড় উত্তর পাড়া, ইকবাল হোসেন ডুপ্লেক্স বিল্ডিং এর পূর্ব পাশের পাঁকা রাস্তার উপর ১ জন মাদক ব্যবসায়ীকে আটক করে দেহ তল্লাশি করে পরিহিত লঙ্গির গোঁছা হইতে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন।
যার মূল্য অনুমান ৩০ হাজার টাকা।
একজন মাদক ব্যবসায়ী পুলিশের উপস্থিতি পেয়ে পালিয়ে যায়। গ্রেফতারকৃত আসামীর নাম মোঃ আমান উল্লাহ (২৮), পালিয়ে যাওয়া আসামীর নাম- মোঃ শওকত হোসেন (২৭) এর নাম ঠিকানা যাচাই ও সনাক্ত করে গ্রেফতার অভিযান অব্যহত আছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায়, দীর্ঘ দিন যাবৎ বিভিন্ন স্থান হইতে ইয়াবা সংগ্রহ করে ঘটনাস্থলসহ বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের নিকট অবৈধভাবে মাদকদ্রব্য তথা বিক্রয় করিয়া আসিতেছিল।
গ্রেফতারকৃত মোঃ মমিন পাটোয়ারী (২৭) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং- ১২, তারিখ- ১০/০৯/২০২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৯ (গ)/ ২৪ (খ)/৩৮/৪১ ও ২) মোঃ আমান উল্লাহ (২৮) এর বিরুদ্ধে হাজীগঞ্জ থানার মামলা নং- ১১, তারিখ- ১০/০৯/২৩, ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১০ (ক)/৪১ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮; মোতাবেক পৃথক পৃথক ২টি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।




