নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে সিজুগ ছড়া সার্জেন্ট কামাল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্রী দ্বিপিতা চাকমাকে অপহরণের সাথে জড়িত দানপ্রিয় চাকমা (২৬)কে আটক করেছে যৌথবাহিনী।আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে সাজেকের সীমান্ত অঞ্চল দাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটককৃত অপহরণকারী দাড়ি পাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।
সাজেক থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক দানপ্রিয় চাকমা পাহাড়ের উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি(জেএসএসের) সক্রিয় সদস্য। অপহরণের সাথে সে সরাসরি জড়িত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএসের) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা অপহরণের সাথে জেএসএসের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন এবং আটক দান প্রিয় চাকমার সঙ্গে দলের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান।
May be an image of 3 people and text that says "সাজেক থানা রাঙগামাটি পার্বত্য জেলা 24 II"
এদিকে, অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারের পর বুধবার রাতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ০৬ সেপ্টেম্বর সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমী’র নেতৃত্বে মিজান ট্রাভেলস এন্ড ট্যুর প্রতিষ্ঠানের গাইড মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা করেন।
সাজেক যাওয়ার পথে দুপুর অনুমান ১২.২০ টার সময় সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি (চাঁদের গাড়ি) যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা উপস্থিত হয়ে গাড়ীতে কোন পাহাড়ী শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে।
এসময় পাহাড়ী শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে থাকা পাহাড়ী একমাত্র শিক্ষার্থী দিপিতা চাকমা(২৫), পিতা-স্মৃতেন্দু বিকাশ চাকমা, জেলা-খাগড়াছড়ি’কে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
এই ঘটনার পরপরই রাঙামাটি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ছয় ঘন্টা পর অপহৃত শিক্ষার্থী দিপিতা চাকমাকে সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি ভিডিও চিত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে জেএসএস কর্মী দানপ্রিয় চাকমাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।
নিজস্ব প্রতিবেদক: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে বন্ধুদের সাথে বেড়াতে যাওয়ার পথে সিজুগ ছড়া সার্জেন্ট কামাল চত্বর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের মাষ্টার্সের ছাত্রী দ্বিপিতা চাকমাকে অপহরণের সাথে জড়িত দানপ্রিয় চাকমা (২৬)কে আটক করেছে যৌথবাহিনী।আজ বৃহস্পতিবার (০৭ সেপ্টেম্বর) ভোরে সাজেকের সীমান্ত অঞ্চল দাড়ি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।  আটককৃত অপহরণকারী দাড়ি পাড়া এলাকায় অনিল কুমার চাকমার ছেলে।
সাজেক থানার সার্কেল এসপি ও রাঙামাটির সিনিয়র সহকারী পুলিশ সুপার আবদুল আওয়াল আটকের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
পুলিশ জানায়, আটক দানপ্রিয় চাকমা পাহাড়ের উপজাতীয়দের আঞ্চলিক সংগঠন জনসংহতি সমিতি(জেএসএসের) সক্রিয় সদস্য। অপহরণের সাথে সে সরাসরি জড়িত ভিডিও ফুটেজ দেখে নিশ্চিত করা হয়েছে।
এ বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএসের) বাঘাইছড়ি উপজেলার সাংগঠনিক সম্পাদক ত্রিদিপ চাকমা অপহরণের সাথে জেএসএসের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন এবং আটক দান প্রিয় চাকমার সঙ্গে দলের কোন সংশ্লিষ্টতা নেই বলেও জানান।
May be an image of 3 people and text that says "সাজেক থানা রাঙগামাটি পার্বত্য জেলা 24 II"
এদিকে, অপহৃত ঢাবি শিক্ষার্থীকে উদ্ধারের পর বুধবার রাতে রাঙামাটি জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার ০৬ সেপ্টেম্বর সাজেক ভ্যালিতে ভ্রমণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের প্রভাষক মারুফ হাসান রুমী’র নেতৃত্বে মিজান ট্রাভেলস এন্ড ট্যুর প্রতিষ্ঠানের গাইড মোঃ মিজানুর রহমান এর মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের মাস্টার্সের ৩৪ জন শিক্ষার্থী সাজেকের দিকে রওনা করেন।
সাজেক যাওয়ার পথে দুপুর অনুমান ১২.২০ টার সময় সাজেক থানাধীন সিজকছড়া নামক স্থানে শিক্ষার্থীদের বহনকারী গাড়ি (চাঁদের গাড়ি) যান্ত্রিক ত্রুটির কারণে থামলে হঠাৎ সেখানে ১০/১২ জন অজ্ঞাতনামা পাহাড়ী অস্ত্রধারী সন্ত্রাসীরা উপস্থিত হয়ে গাড়ীতে কোন পাহাড়ী শিক্ষার্থী আছে কি না জিজ্ঞেস করে ও নিরীক্ষণ করে।
এসময় পাহাড়ী শিক্ষার্থীর উপস্থিতি টের পেয়ে উপস্থিত শিক্ষার্থীদের উপর আক্রমণ চালিয়ে ৩৪ জন শিক্ষার্থীর মধ্যে থাকা পাহাড়ী একমাত্র শিক্ষার্থী দিপিতা চাকমা(২৫), পিতা-স্মৃতেন্দু বিকাশ চাকমা, জেলা-খাগড়াছড়ি’কে জোরপূর্বক মোটরসাইকেলে করে অজ্ঞাতস্থানে নিয়ে যায়।
এই ঘটনার পরপরই রাঙামাটি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে ছয় ঘন্টা পর অপহৃত শিক্ষার্থী দিপিতা চাকমাকে সাজেক থানাধীন দাঁড়িপাড়া বনোআদম নামক স্থান হতে সুস্থ অবস্থায় উদ্ধার করে।
এই ঘটনার সাথে সরাসরি জড়িত থাকার বিষয়টি ভিডিও চিত্রের মাধ্যমে নিশ্চিত হয়ে জেএসএস কর্মী দানপ্রিয় চাকমাকে বৃহস্পতিবার গ্রেফতার করেছে পুলিশ।