ক্রাইম প্রতিবেদক: পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা জিতেন গুহের উপর অমানুষিক ভাবে নির্যাতন ও মধ্য যুগিয় কায়দায় বর্বরোচিত ভাবে হামলা করেছে আওয়ামীলীগধারী হাইব্রিড নেতারা। আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে এ ঘঠনাটি সংগঠিত হয়।

হামলাকারীদের অবিলম্বে গ্ৰেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের নাম না থাকাকে কেন্দ্র করে দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ারম্যান গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারধর করে টেনে কমিউনিটি সেন্টারের বাইরে এনে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে লোকজন উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আগামীকাল শনিবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটায় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ব্যানার নাম দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায়ও মামলা হয়নি।

ক্রাইম প্রতিবেদক: পটিয়া উপজেলার হাইদগাঁও ইউনিয়নে ইফতার মাহফিলের দাওয়াত দেওয়াকে কেন্দ্র করে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ চট্টগ্রাম দক্ষিণ জেলা শাখার সাবেক সভাপতি ও পটিয়া উপজেলা আওয়ামী লীগের প্রবীন নেতা জিতেন গুহের উপর অমানুষিক ভাবে নির্যাতন ও মধ্য যুগিয় কায়দায় বর্বরোচিত ভাবে হামলা করেছে আওয়ামীলীগধারী হাইব্রিড নেতারা। আজ শুক্রবার (২৯ এপ্রিল) বিকালে এ ঘঠনাটি সংগঠিত হয়।

হামলাকারীদের অবিলম্বে গ্ৰেফতার পূর্বক শাস্তির দাবি জানিয়েছে পূজা উদযাপন পরিষদসহ বিভিন্ন সংগঠন।

সূত্রে জানা গেছে, ইউপি নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী ও দল থেকে বহিষ্কৃত হাইদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএম জসিমের নাম না থাকাকে কেন্দ্র করে দুপুরে অনুষ্ঠানস্থলে গিয়ে চেয়ারম্যান গালিগালাজ করে ব্যানার টেনে ছিঁড়ে ফেলেন। একপর্যায়ে চেয়ারম্যান বিএম জসিমের লোকজন জিতেন কান্তি গুহকে মারধর করে টেনে কমিউনিটি সেন্টারের বাইরে এনে মেরে রক্তাক্ত করে সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে রাখেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, আহত আওয়ামী লীগ নেতা জিতেন কান্তি গুহকে লোকজন উদ্ধার করে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

আগামীকাল শনিবার (৩০ এপ্রিল) বেলা আড়াইটায় প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।

একই সঙ্গে প্রেস ক্লাব চত্বরে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণের জন্য সবার প্রতি আহ্বান জানান।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম মজুমদার বলেন, ব্যানার নাম দেওয়াকে কেন্দ্র করে দু’পক্ষ সংঘর্ষে জড়িয়েছে।

আহত একজন চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। থানায়ও মামলা হয়নি।