নিজস্ব প্রতিবেদক: পূর্ব শত্রুতার জেরে চট্টগ্রামের পটিয়ায় আওয়ামীলীগ সমর্থিত বর্তমান কাশিয়াইশ ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেল (৩৬) ছুরিকাঘাতে খুন হয়েছেন।গতকাল শুক্রবার রাত ১০ টার দিকে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজারে এই ঘটনা ঘটে। নিহত মুহাম্মদ সোহেল (৩৬) কাশিয়াইশ ইউনিয়নের মৃত হাজী এজাহার মিয়ার ছেলে এবং কর্ণফুলী উপজেলার শিকলবাহা এলাকার ফসিল গ্যাস পাম্পের ব্যবস্থাপকের দায়িত্বে রয়েছে।
নিহত সোহেল কেডিএস গ্রুপের চেয়ারম্যান খলিলুর রহমানের ভাগিনা। নিহতের বড় ভাই আবুল কাশেম ৬ষ্ঠ বারের মতো ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তারা হলেন, মোঃ সাজ্জাদ (২০) পিতা নূর মোহাম্মদ ড্রাইভার, সাদ্দাম হোসেন (৩০) পিতা মৃত জহুর আহমদ, জয়নাল আবেদীন (৩৪) পিতা মৃত মনির আহমদ। তারা তিনজনই একই ইউনিয়নের অধিবাসী বলে জানা গেছে। বর্তমানে তারা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দুপুরে সোহেলের লোকজন মোহাম্মমদ মনছুরের পুত্র মোহাম্মদ শরীফ (৩৫) নামের একজনকে মারধর করে। ওই ঘটনাকে কেন্দ্র করে রাতে আহত শরীফ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাসেমের ছোট ভাইসহ ৪-৫ জনকে ছুরিকাঘাত করে। পরে তাদের চমেক হাসপাতালে নেয়া হলে সেখানে সোহেল মারা যায়।
এ বিষয়টি নিশ্চিত করে পটিয়া থানার ওসি রেজাউল করিম মজুমদার জানিয়েছেন, সদ্য সমাপ্ত ইউপি নির্বাচনের জের ধরে বর্তমান আওয়ামীলীগের সমর্থিত ইউপি চেয়ারম্যান আবুল কাশেমের ছোট ভাই মুহাম্মদ সোহেলকে শরিফ নামক এক ঘাতক চুরিকাহত ও মারধর করলে আহত অবস্থায় চমেক হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তার সোহেলকে মৃত ঘোষণা করেন। বাকি তিন জনকে ২৫নং সার্জারী ওয়ার্ডে ভর্তি করানো হয়, তাদের অবস্থা আশংকা মুক্ত। বর্তমানে এলাকায় পুলিশ টহল রয়েছে। ঘাতককে গ্রেফতার করতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।



