রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টলার মহান দানবীর, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের একক নির্মাতা, নোয়াজিষপুরের কৃতী সন্তান আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাউজান উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান আয়োজন করা হয়।

আজ শনিবার(২৭ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-৬) আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

তিনি বলেন, “আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মানবিকতা, শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুকরণীয়।”

স্মরণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাউজান উপজেলা আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা।

দিদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

রাউজান(চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টলার মহান দানবীর, অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠানের সুযোগ্য প্রতিষ্ঠাতা ও গহিরা–অদুদিয়া সড়কের একক নির্মাতা, নোয়াজিষপুরের কৃতী সন্তান আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

রাউজান উপজেলার অদুদিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ ও ২৭ ডিসেম্বর (শুক্র ও শনিবার) এ উপলক্ষে মিলাদ মাহফিল, স্মরণসভা ও বাৎসরিক মেজবান আয়োজন করা হয়।

আজ শনিবার(২৭ ডিসেম্বর) দুপুরে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য (চট্টগ্রাম-৬) আলহাজ্ব গিয়াসউদ্দিন কাদের চৌধুরী।

তিনি বলেন, “আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর মানবিকতা, শিক্ষা বিস্তারে অবদান ও সমাজ উন্নয়নে তাঁর ঐতিহাসিক ভূমিকা আজও আমাদের জন্য অনুকরণীয়।”

স্মরণ সভায় সভাপতিত্ব করেন আলহাজ সৈয়দ আবদুল অদুদ চৌধুরী আল কাদেরীর ৫৪তম মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক আলহাজ্ব নুরুচ্ছাফা চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি রাউজান উপজেলা আহ্বায়ক ও নোয়াজিষপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মো. নুরুল হুদা।

দিদারুল আলমের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন- সমাজসেবক সেলিম উদ্দিন, এস এম জাহেদুল আলম, দিদারুল আলম ওয়াহেদীসহ উদযাপন পরিষদের নেতৃবৃন্দ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।