রাঙ্গামাটি প্রতিনিধি: শীতের মনোরম আবহ আর ছুটির আনন্দঘন আমেজে পর্যটকের ঢল নেমেছে রাঙ্গামাটি পার্বত্য জেলায়। পাহাড়, নীলাভ হ্রদ আর প্রকৃতির অপার সৌন্দর্য একসাথে উপভোগ করতে দেশের নানা প্রান্ত থেকে ভ্রমণপিপাসু মানুষ ছুটে আসছেন এই পর্যটন নগরীতে। পর্যটকের কোলাহলে মুখর হয়ে উঠেছে শহর ও আশপাশের দর্শনীয় স্থানগুলো, ফিরেছে প্রাণচাঞ্চল্য ও উৎসবের।
আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) সকাল থেকেই জেলার অন্যতম আকর্ষণ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। কাপ্তাই হ্রদের বুকজুড়ে বিস্তৃত সেতুর ওপর দাঁড়িয়ে পাহাড়ঘেরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন পর্যটকরা। একই সঙ্গে পরিবার-পরিজন নিয়ে ভিড় জমাচ্ছেন শহরের জনপ্রিয় পর্যটন কেন্দ্র পলওয়েল পার্কে।
সবুজে ঘেরা পরিবেশ, সাজানো বাগান ও লেকপাড় পর্যটকদের আকর্ষণ বাড়িয়ে তুলেছে শহরের কাঠালতলী ফিসারী সংযোগ সড়ক বাঁধের পাশে নির্মিত আধুনিক ওয়াকওয়ে ও সৌন্দর্যবর্ধন গার্ডেন। বিভিন্ন ফুলসহ নানা প্রজাতির গাছ ও আধুনিক স্থাপনা নির্মাণের কারণে দৃষ্টিনন্দন হয়ে উঠেছে সংযোগ সড়কটি। প্রতিদিনই সকাল থেকে রাত অব্দি
পর্যটকসহ স্থানীয়রা পরিবার পরিজন নিয়ে এ সংযোগ সড়কে সময় কাটান।
এছাড়া শুভলং ঝর্ণা, রাজবন বিহার, কাপ্তাই লেকসহ আশপাশের পর্যটন স্পটগুলোতেও দর্শনার্থীদের সরব উপস্থিতি দেখা গেছে। পর্যটকদের নিরাপত্তা ও শৃঙ্খলা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।
পর্যটকের আগমনে স্থানীয় হোটেল-মোটেল, রেস্টুরেন্ট ও নৌযান ব্যবসায় নতুন গতি এসেছে।
ব্যবসায়ীরা বলছেন, চলতি মৌসুমে পর্যটনের এই ধারাবাহিকতা রাঙ্গামাটির অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।




