নিজস্ব প্রতিনিধি: ইয়াবার রেড জোন কক্সবাজারের টেকনাফে কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ এক ইয়াবা পাচারকারীকে আটক করা হয়েছে। আজ সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক প্রতিনিধিকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, গোপন সংবাদের তথ্যের ভিত্তিতে সোমবার মধ্যরাত আনুমানিক ৩টার দিকে কোস্ট গার্ড স্টেশন টেকনাফের একটি দল টেকনাফ থানাধীন সাবরাং কাটাবুনিয়া সংলগ্ন চর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে উক্ত এলাকা দিয়ে ইয়াবা পাচারের সময় প্রায় ৩ কোটি টাকা মূল্যের ৬০ হাজার পিস ইয়াবাসহ একজন ইয়াবা পাচারকারীকে আটক করা হয়।
আটক ইয়াবা পাচারকারী ও জব্দ করা ইয়াবার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা যায়।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, মাদক পাচার ও অবৈধ কার্যক্রম রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে নিয়মিত।




