দি ক্রাইম ডেস্ক: ইনকিলাব মঞ্চের মুখপাত্র জুলাইযোদ্ধা শরিফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ছে ইনকিলাব মঞ্চ।
শনিবার (২০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টায় শাহবাগ মোড়ে ইনকিলাব মঞ্চের সমাবেশ থেকে এই ঘোষণা দেন সংগঠনটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।
এসময় তিনি বলেন, “আগামীকাল (২০ ডিসেম্বর) বিকাল সাড়ে ৫টার মধ্যে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গত সাত দিনে খুনিদের গ্রেপ্তারে কী কী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার সুস্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। একই সঙ্গে আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকাণ্ডে জড়িত মূল খুনি ও সহযোগীদের গ্রেপ্তার করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে দাবি বাস্তবায়নে ব্যর্থ হলে শাহবাগে পুনরায় কঠোর অবস্থান কর্মসূচি পালন করা হবে।”
আব্দুল্লাহ আল জাবের বলেন, “ওসমান হাদিকে শুধু এক ব্যক্তি খুন করেনি। এর পেছনে বড় একটা চক্র জড়িত। বাংলাদেশে খুনিদের সাথে কোনো সুশীলতা নাই। যখন খুনিদের কথা বলা হয়, তখন আপনারা পেঁয়াজের আলাপ দেন, ফাইজলামি করেন মানুষের সাথে। জুলাই আপনাদের কী শিখিয়ে গেছে?”
তিনি আরো বলেন, “সামনে নির্বাচন রয়েছে। নির্বাচনকে যাতে বাধাগ্রস্ত করা যায়, নির্বাচন যাতে না হয়, আওয়ামী লীগ যাতে প্রত্যাবর্তন করতে পারে- এ জন্য নানা ষড়যন্ত্র চলছে। এই মুহূর্তে তারা যদি বাংলাদেশের কোনো রাজনৈতিক নেতাকেও মারে, এ ধরনের ইম্প্যাক্ট তৈরি হবে না। কারণ জনগণ তাদের বিশ্বাস করে না।”
ইনকিলাব মঞ্চের সদস্য সচিব বলেন, “একমাত্র শরিফ ওসমান হাদি টিকে ছিল জনতার কণ্ঠস্বর হয়ে, বাংলাদেশ সার্বভৌমত্বের প্রতীক হয়ে। তাকে মারা গেলে আওয়ামী লীগকে তাড়াতাড়ি ফেরানো যাবে; এজন্য তাকে খুন করা হয়েছে। ওসমান হাদির লড়াইকে আমরা চালিয়ে নিয়ে যাবো।”
ইনকিলাব মঞ্চের শাহবাগ ছাড়ার ঘোষণা পর যানচলাচল স্বাভাবিক হতে থাকে।




