নিজস্ব প্রতিবেদক: রাঙ্গুনিয়া উপজেলার সৃজনশীল সাহিত্য সেবী সংগঠন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উদ্যোগে শুক্রবার (২৬ সেপ্টেম্বর) নবগঠিত কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পরিচিতি সভা ও স্বরচিত কবিতা পাঠের আসর উপজেলা সদরে সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সিনিয়র সহ-সভাপতি কবি ও শিক্ষক পারভীন আকতার।
সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ ও সহ- সাধারণ সম্পাদক মোরশেদ আলমের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চলন্তিকা সাহিত্য একাডেমির পরিচালক ও রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা কবি ও শিক্ষক মোহাম্মদ সেলিম, চলন্তিকা সাহিত্য একাডেমির মহাপরিচালক কবি সমীরণ বড়ুয়া, কবি ও ছড়াকার আ স ম রফিক রিজভী, রাষ্ট্রীয় একুশে পদকপ্রাপ্ত কবিয়াল ফনিভূষন বড়ুয়ার পুত্র এবং চলন্তিকা সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক ড. পরিতোষ বড়ুয়া, রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের উপদেষ্টা আবদুর রাজ্জাক।
সভার শুরুতেই অতিথি কবিগণকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।
সভায় পরিষদের সহ-সভাপতি কবি মো. আলী আজগর, আবু নাসের, এম. মোরশেদ আলম, সাধারণ সম্পাদক শাহী মোহাম্মদ ইলিয়াছ পরিচিতি ও সংগঠনের কার্যক্রম এবং বার্ষিক কর্মপরিকল্পনা তুলে ধরেন। বক্তব্যের মাঝে অতিথিরা চমৎকার কবিতা পরিবেশন করেন।
এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখে-ন রাঙ্গুনিয়া সাহিত্য পরিষদের সাংগঠনিক সম্পাদক জাহেদুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো. বাছির মিয়া, সাংস্কৃতিক সম্পাদক নাছিমা আকতার, সাহিত্য সম্পাদক সায়মা আলম, সহ সাহিত্য সম্পাদক জেসি আকতার, শিক্ষা সম্পাদক নোমান তালুকদার, স্বাস্থ্য সম্পাদক রাহুল বড়ুয়া, ক্রীড়া সম্পাদক রাসেল আহমেদ, দপ্তর সম্পাদক বেলাল হোসেন, ধর্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, বইমেলা সম্পাদক জান্নাতুল তামান্না, পাঠাগার সম্পাদক সানজিদা আক্তার লিজা, পরিকল্পনা সম্পাদক রবিউল মুস্তাফা মুন্না, অর্থ সম্পাদক শান্ত বড়ুয়া, সিনিয়র সদস্য আ. স. ম. রফিকুল ইসলাম, মোঃ নাবিল, মোহাম্মদ জুয়েল ও তুহিন তনচংগা।
কবিতা ও গানের মাধ্যমে উৎসবমুখর পরিবেশে ও আইডি কার্ড বিতরণের মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।




