নিজস্ব প্রতিবেদক: মিরশ্বরাই উপজেলা সদরে প্রতিষ্টিত রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার আজ শনিবার(০৪ অক্টোবর)সকাল ১০টায় রোকেয়া-সাত্তার স্মৃতি পাঠাগারে বিশিষ্ট কবিমাহবুব পলাশ এর উদ‍্যোগে এর শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন মিরশ্বরাই কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ অধ‍্যাপক নুরুল আবছার।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে ছিলেন-দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন- শিশু সাহিত‍্যিক রাশেদ রউফ,সাংবাদিক হাসান আকবর, নীল কলম সাহিত‍্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক রায়হানা হাবিব।

স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ।

বক্তব্য রাখেন-মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামশেদ আলম, প্রফেসর আক্তারুজামান, বাবু নারায়ন সরকার, কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম,কবি ও লেখিকা মারজিয়া খানম, কবি আলমগীর হোসেন, কবি সুমি দাশ, কবি শিরিন আফরোজ, কবি মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তী, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন।

উপস্থিত ছিলেন- মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আবু সাঈদ ভূঞা, জাবেদ হোসাইন, এম এ মামুন, ডা. জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন, মাষ্টার হোসাইন সবুজ, মাওলানা আলাউদ্দিন, মাষ্টার মাজহারুল হক, আবুল খায়ের বাদশা মিয়া, জলিল মাষ্টার, আক্তার হোসেন চৌধুরী, নিজামুল হক মানিক, গিয়াস উদ্দিন জাহেদ, চৌধুরী বোরহান উদ্দিন, কবি বিটন বড়ুয়া, তাছলিমা চৌধুরী সুরভী, তাছনিম মাহবুব তানহা, সাংবাদিক সাফায়াত মেহেদী, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, হারাধন চক্রবর্তি, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান প্রমুখসহ উপস্থিত ছিলেন কবি, লেখক, শিক্ষাবিদ, অধ‍্যাপক, শিক্ষক, নাট‍্যজন, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সাহিত‍্যানুরাগী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

প্রবীণ সঙ্গীতশিল্পী রনজিত ধর ও নবীন শিল্পী নন্দিতার কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর পর উদ্বোধক ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুভরম্ভে একঝাঁক শিশুদের মনমুগ্ধকর দলীয় নৃত‍্য পরিবেশন করা হয়।

শেষ পর্বে বিশেষ অতিথিদ্বয় ও উদ্বোধক/প্রধান অতিথিগন নিজেদের অভিজ্ঞতা ও আজকের বৈরী সামাজিক বাস্তবতায় পাঠাগারের গুরুত্ব ও উপযোগীতা তুলে ধরে এই মহতী উদ‍্যোগের জন‍্য মাহাবুব পলাশকে ধন্যবাদ ও শুভকামনা জানান। সবাইকে বইয়ের কাছে ফিরতে ও পাঠাগারের পৃষ্টপোষকতা করার আহ্বান জানান।

আগত অতিথি কবি লেখকগন প্রধান অতিথির হাতে পাঠাগারের জন‍্য শুভেচ্ছা ও সৌজন‍্য বই প্রদান করেন।

নিজস্ব প্রতিবেদক: মিরশ্বরাই উপজেলা সদরে প্রতিষ্টিত রোকেয়া সাত্তার স্মৃতি পাঠাগার আজ শনিবার(০৪ অক্টোবর)সকাল ১০টায় রোকেয়া-সাত্তার স্মৃতি পাঠাগারে বিশিষ্ট কবিমাহবুব পলাশ এর উদ‍্যোগে এর শুভ উদ্বোধন করা হয়। এতে সভাপতিত্ব করেন মিরশ্বরাই কলেজের প্রাক্তন অধ‍্যক্ষ অধ‍্যাপক নুরুল আবছার।

প্রধান অতিথি ও উদ্বোধক হিসাবে ছিলেন-দৈনিক আজাদী’র সম্পাদক এম এ মালেক।

বিশেষ অতিথি ছিলেন- শিশু সাহিত‍্যিক রাশেদ রউফ,সাংবাদিক হাসান আকবর, নীল কলম সাহিত‍্য সংগঠনের সভাপতি মাহবুবা চৌধুরী।

অনুষ্ঠান সঞ্চালনা করেন কবি ও লেখক রায়হানা হাবিব।

স্বাগত বক্তব্য রাখেন, পাঠাগারের প্রতিষ্ঠাতা কবি ও সাংবাদিক মাহবুব পলাশ।

বক্তব্য রাখেন-মীরসরাই কলেজের পরিচালনা পরিষদের সভাপতি প্রফেসর আতিকুল ইসলাম লতিফী, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাঈন উদ্দিন, প্রফেসর বোরহান উদ্দিন, মিঠাছরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাষ্টার জামশেদ আলম, প্রফেসর আক্তারুজামান, বাবু নারায়ন সরকার, কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, নাট্যকার মঈন উদ্দিন চৌধুরী সেলিম,কবি ও লেখিকা মারজিয়া খানম, কবি আলমগীর হোসেন, কবি সুমি দাশ, কবি শিরিন আফরোজ, কবি মাহবুবা ছন্দা, কবি সুবর্ণা চক্রবর্তী, দুর্বারের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান সাইফ উদ্দিন।

উপস্থিত ছিলেন- মীরসরাই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন, সাংবাদিক রাজিব মজুমদার, নাছির উদ্দিন, আবু সাঈদ ভূঞা, জাবেদ হোসাইন, এম এ মামুন, ডা. জসিম উদ্দিন, ডা: সালাউদ্দিন, জাসাস নেতা সেলিম উদ্দিন, ব্যবসায়ী নেতা শহিদুল ইসলাম, জাফর ইকবাল, লিটন, সাইফুল ইসলাম খোকন, মাষ্টার হোসাইন সবুজ, মাওলানা আলাউদ্দিন, মাষ্টার মাজহারুল হক, আবুল খায়ের বাদশা মিয়া, জলিল মাষ্টার, আক্তার হোসেন চৌধুরী, নিজামুল হক মানিক, গিয়াস উদ্দিন জাহেদ, চৌধুরী বোরহান উদ্দিন, কবি বিটন বড়ুয়া, তাছলিমা চৌধুরী সুরভী, তাছনিম মাহবুব তানহা, সাংবাদিক সাফায়াত মেহেদী, আব্দুল মান্নান রানা, এমদাদুল হক ভূঞা, নাছির উদ্দিন ভূঞা, মীর হোসেন, হারাধন চক্রবর্তি, ইব্রাহিম মাহমুদ, তাকিবুর রহমান প্রমুখসহ উপস্থিত ছিলেন কবি, লেখক, শিক্ষাবিদ, অধ‍্যাপক, শিক্ষক, নাট‍্যজন, সামাজিক সাংস্কৃতিক কর্মী, সাহিত‍্যানুরাগী ও বিপুলসংখ্যক শিক্ষার্থী।

প্রবীণ সঙ্গীতশিল্পী রনজিত ধর ও নবীন শিল্পী নন্দিতার কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন এর পর উদ্বোধক ফিতা কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন।

অনুষ্ঠানের শুভরম্ভে একঝাঁক শিশুদের মনমুগ্ধকর দলীয় নৃত‍্য পরিবেশন করা হয়।

শেষ পর্বে বিশেষ অতিথিদ্বয় ও উদ্বোধক/প্রধান অতিথিগন নিজেদের অভিজ্ঞতা ও আজকের বৈরী সামাজিক বাস্তবতায় পাঠাগারের গুরুত্ব ও উপযোগীতা তুলে ধরে এই মহতী উদ‍্যোগের জন‍্য মাহাবুব পলাশকে ধন্যবাদ ও শুভকামনা জানান। সবাইকে বইয়ের কাছে ফিরতে ও পাঠাগারের পৃষ্টপোষকতা করার আহ্বান জানান।

আগত অতিথি কবি লেখকগন প্রধান অতিথির হাতে পাঠাগারের জন‍্য শুভেচ্ছা ও সৌজন‍্য বই প্রদান করেন।