প্রেস বিজ্ঞপ্তি: লোককলা চর্চাকেন্দ্র বাংলাদেশের প্রাক্তন সভাপতি, বর্ষীয়ান লোককবি কবিয়াল আব্দুল লতিফের সম্মানে সন্দীপনা কেন্দ্রীয় সংসদের ২১ উদযাপন পরিষদ ২০২৫ এর উদ্যোগে আয়োজিত সম্মাননা প্রদান অনুষ্ঠান সম্প্রতি সরফভাটা সমাজ কল্যাণ পরিষদ আঙ্গিনায় অনুষ্ঠিত হয়েছে।
বার্ধক্যজনিত অসুস্থতার কারণে নির্ধারিত দিনে চট্টগ্রাম শিল্পকলা একাডেমীতে আয়োজিত অনুষ্ঠানে তাঁর অনুপস্থিতির কারণে কবির নিজ এলাকায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
লোক চর্চায় অনন্য অবদানের জন্য ২০২৫ সালে একুশে স্মারক সম্মাননার জন্য নির্বাচক মন্ডলী দ্বারা তিনি মনোনীত হন। সকালে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লোককলা চর্চাকেন্দ্র বাংলাদেশের প্রধান নির্বাহী বিশিষ্ট সংগঠক দুলাল কান্তি বড়ুয়া।
শুরুতে স্বাগত ভাষন দেন সন্দীপনার প্রতিষ্ঠাতা পরিচালক, চ.বি গবেষক ভাস্কর ডি.কে দাশ মামুন।
অতিথিবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন- বীর মুক্তিযোদ্ধা, মুহাম্মদ নুরুল ইসলাম, অধ্যাপক প্রণব মিত্র চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা গোলাম নবী, কবিয়াল নির্মল শীল, প্রধান শিক্ষক কামরুল আবদুল তারিক, সাংবাদিক আসিফ মাহমুদ, সাংস্কৃতিক কর্মী আকেরুননেছা দিনা, নাট্যকর্মী জাহানারা পারুল, শিল্পী সমীর চন্দ্র সেন, নাট্যকর্মী দিদার হোসেন, বেতার টেলিভিশন শিল্পী ডা.শিউলি চৌধুরী, আবৃত্তি শিল্পী ফেরদৌসী মুন, তুলনামূলক সংস্কৃতি বিশ্লেষক মাসুম আক্তার, সংগঠক রকেট কান্তি দত্ত, অধ্যাপক অজিত কান্তি দাশ প্রমুখ।
সভায় বক্তারা বলেন,কবিয়াল আবদুল লতিফ জীবনভর লোকশিল্পের চর্চায় আত্মনিবেদিত প্রাণ একজন লোকশিল্পী। দেশে ও বিদেশে কবিগান গেয়ে তিনি এই জাতির জন্য সম্মান কুড়িয়ে এনেছেন। লোককলা চর্চা কেন্দ্র বাংলাদেশের তিনি একজন সংগঠক।
সভায় বক্তারা লোককবি আবদুল লতিফের অসংখ্য অমরসৃষ্টি রাষ্ট্রীয় আর্কাইভে সংরক্ষণের জন্য সংশ্লিষ্ট দপ্তরের মাধ্যমে মাননীয় সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার প্রতি অনুরোধ জানায়। অনুষ্ঠান শেষে এক কবিগানের আসরের উপস্থিত কবিয়ালগণ অংশগ্রহণ করেন।