চকরিয়া প্রতিনিধি : কক্সবাজারের চকরিয়ার মালুমঘাট রিংভং এলাকায় রশি টেনে দুই মোটরসাইকেল আরোহীদের ব্যারিকেড দিয়ে ডাকাতদলের হামলায় মাহমুদুল হক নামে এক যুবক নিহতের ঘটনায় থানায় মামলা হয়েছে। গত ১৯ সেপ্টেম্বর নিহতের পিতা উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের বালুখালী এলাকার নবী হোসেন বাদী হয়ে তিনজনের নাম উল্লেখপূর্বক ৪ জনকে অজ্ঞাত দেখিয়ে থানায় মামলা দায়ের করেন। থানা পুলিশ ডাকাতির ঘটনায় নেতৃত্ব দেওয়া হুমায়ূন কবির নামে এক ডাকাতকে গ্রেফতার করেছে ।
আজ রবিবার(২১ সেপ্টেম্বর) সকালে হুমায়ুন কবির চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। তিনি ঘটনার সাথে সরাসরি সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন বলে চকরিয়া থানার ওসি জনান।
হুমায়ুন কবির পার্ব্ত্য উপজেলা লামার ৩নম্বর ফাঁশিয়াখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড ইয়াংছা বাজার এলাকার রেনু মিয়ার ছেলে। এর আগে বৃহস্পতিবার রাতে নিহত মাহমুদুল হকসহ উখিয়ার তিনজন ও ঈদগাঁও উপজেলার একজনসহ চার বন্ধু মিলে মোটরসাইকেলযোগে সাজেক যাচ্ছিল। রাত ১২ টার দিকে মহাসড়কের ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট রিংভং এলাকায় পৌঁছলে রশি টেনে ২টি মোটরসাইকেল আরোহীদের গতিরোধ করে কুপিয়ে আহত করে মোটরসাইকেল, মানিব্যাগসহ নগদ টাকা নিয়ে পালিয়ে যায় একদল ডাকাত। পরে আহতদের মধ্যে মাহমুদুল হক মারা যায়। অপর আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অপর আহত যুবক চকরিয়া সরকারি হাসপাতালে ভর্তি রয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল আনোয়ার বলেন, এজাহারনামীয় আসামীদের মধ্যে হুমায়র কবিরকে গ্রেফতার করা হয়েছে। আদালতে তিনি স্বীকারোক্তি দিয়েছেন। অপর আসমীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান চালাচ্ছে।