প্রেস বিজ্ঞপ্তি: শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রাক্কালে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উদযাপন করা হয়। সকাল ৮টায় নগরীর আন্দরকিল্লা চত্বর হতে পূণার্থীদের সাথে নিয়ে বোয়ালখালী মেধস আশ্রমে উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টায় চণ্ডী যজ্ঞ ও মাতৃপূজার মধ্য দিয়ে করলডেঙ্গা মেধস আশ্রমের মহালয়ার শুভ সূচনা হয়।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটির নেতৃবৃন্দ সহকারে মহালয়ার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মন্নান, মেধস আশ্রম কমিটির উপদেষ্ঠা বিশ্বজিৎ দত্ত বাবু, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, সুনীল চন্দ্র ঘোষ, নিবাস দাশ সাগর, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, কল্লোল সেন, মেধস আশ্রম মহালয়া উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জীবন মিত্র রাজ, জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, হরিপদ চৌধুরী বাবুল, বিশুরাম বসু, অপু কুমার বৈদ্য, বাবলী ঘোষ, বনস্পতি বিশ্বাস, বিপ্লব দাশ বাবু, ডা. রিটন দাশ, প্রদীপ ধর, শুভ দাশ, পিন্টু মল্লিক, সম্রাট চৌধুরী, সুনিয়ন ভঞ্জ, শরৎ চৌধুরী, সুমন দাশ ও উল্লাস দাশ প্রমুখ।

পূজা পরিষদ নেতৃবৃন্দ মায়ের শ্রীচরণে সমবেত অঞ্জলী প্রদান করেন ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তি: শারদীয় দুর্গোৎসব-২০২৫ এর প্রাক্কালে আজ রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ-চট্টগ্রাম জেলার উদ্যোগে দেবী পক্ষের শুভ সূচনা মহালয়া উদযাপন করা হয়। সকাল ৮টায় নগরীর আন্দরকিল্লা চত্বর হতে পূণার্থীদের সাথে নিয়ে বোয়ালখালী মেধস আশ্রমে উদ্দেশ্যে রওনা হয়। সকাল ৯টায় চণ্ডী যজ্ঞ ও মাতৃপূজার মধ্য দিয়ে করলডেঙ্গা মেধস আশ্রমের মহালয়ার শুভ সূচনা হয়।

চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের আওতাধীন উপজেলা/পৌরসভা কমিটির নেতৃবৃন্দ সহকারে মহালয়ার আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ঘোষণা করেন শ্রীমৎ স্বামী সচ্চিদানন্দ পুরী মহারাজ।

এ সময় উপস্থিত ছিলেন- শ্রীমৎ স্বামী রামানন্দ পুরী মহারাজ, স্থানীয় ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান মন্নান, মেধস আশ্রম কমিটির উপদেষ্ঠা বিশ্বজিৎ দত্ত বাবু, চট্টগ্রাম জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুগ্রীব মজুমদার দোলন, সহ-সভাপতি বিপুল কান্তি দত্ত, সুনীল চন্দ্র ঘোষ, নিবাস দাশ সাগর, বিজয় কৃষ্ণ বৈষ্ণব, জেলা পূজা পরিষদের যুগ্ম সম্পাদক বিশ্বজিৎ পালিত, অনুপ রক্ষিত, কল্লোল সেন, মেধস আশ্রম মহালয়া উদযাপন কমিটির আহ্বায়ক প্রকৌশলী সঞ্জয় চক্রবর্তী মানিক, জীবন মিত্র রাজ, জেলার সাংগঠনিক সম্পাদক লায়ন রিমন কান্তি মুহুরী, হরিপদ চৌধুরী বাবুল, বিশুরাম বসু, অপু কুমার বৈদ্য, বাবলী ঘোষ, বনস্পতি বিশ্বাস, বিপ্লব দাশ বাবু, ডা. রিটন দাশ, প্রদীপ ধর, শুভ দাশ, পিন্টু মল্লিক, সম্রাট চৌধুরী, সুনিয়ন ভঞ্জ, শরৎ চৌধুরী, সুমন দাশ ও উল্লাস দাশ প্রমুখ।

পূজা পরিষদ নেতৃবৃন্দ মায়ের শ্রীচরণে সমবেত অঞ্জলী প্রদান করেন ও দুপুরে মহাপ্রসাদ বিতরণ করা হয়।