দি ক্রাইম ডেস্ক: যশোরের শার্শা উপজেলায় এক বিএনপি নেতার বিরুদ্বে জোরপূর্বক একটি পেট্রোল পাম্প দখল চেষ্টার অভিযোগ উঠেছে। আনোয়ার হোসেন ওরফে আইনাল নামের সেই বিএনপি নেতা জাল দলিল ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলে নিতে লাগাতার হামলা চালাচ্ছেন বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।
রোববার (২১ সেপ্টেম্বর) প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে ভুক্তভোগী পরিবারের সদস্য তনিমা তাসনুমা এ অভিযোগ করেন। অভিযুক্ত আনোয়ার হোসেন শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তনিমা তাসনুমা বলেন, তার পিতা গোলাম কিবরিয়া ১৯৯৫ সালে বাগআঁচড়া মৌজার জমি কিনে মেসার্স গোলাম কিবরিয়া ফিলিং স্টেশনটি প্রতিষ্ঠা করেন। ২০২২ সালে গোলাম কিবরিয়ার মৃত্যু হলে তার পরিবারের সদস্যরা ব্যবসা পরিচালনা করে আসছিলেন। কিন্তু ২০২৩ সাল থেকে বিএনপি নেতা আনোয়ার হোসেন ও তার সহযোগীরা জাল দলিল তৈরি করে পেট্রোল পাম্পটি দখলের চেষ্টা করেন। এমনকি বিচারকের স্বাক্ষর জাল করে হস্তান্তর চুক্তিনামাও বানানো হয়। এ ঘটনায় মামলা বর্তমানে আদালতে চলমান রয়েছে।
তনিমা তাসনুমা অভিযোগ করেন, সর্বশেষ গত ১৯ সেপ্টেম্বর সকালে আনোয়ার তার দলবল নিয়ে পেট্রোল পাম্প থেকে পাম্পের ম্যানেজারকে বের করে দেন এবং পাম্পের চাবি ও কাগজপত্র ছিনিয়ে নেন। পুলিশে খবর দিলে তারা পালিয়ে যায়। এরপরও রাজনৈতিক প্রভাব খাটিয়ে পাম্পটি দখলের হুমকি দিয়ে আসছেন তারা।
অভিযোগ অস্বীকার করে আনোয়ার হোসেন দাবি করেন, ৬ কোটি ৮ লাখ টাকায় জমি ও পাম্প কিনে ১৯৯৯ সাল থেকে তিনি ব্যবসা করছেন। চলতি বছরের এপ্রিল পর্যন্ত পাম্প তার দখলেই ছিল। কিন্তু কিবরিয়া পরিবারের সদস্যরা দলিল ও চুক্তিনামা মানছে না। তিনি আরও অভিযোগ করেন, গোলাম কিবরিয়ার স্ত্রী সন্তানরা পুলিশ ও সমিতিকে ব্যবহার করে তার কাছ থেকে পাম্প দখল করে নিয়েছে।
এ বিষয়ে শার্শা থানার ওসি আব্দুল আলিম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্তাধীন।