নগর প্রতিবেদক: সকল নাগরিক সেবা এখন অনলাইন প্ল্যাটফর্মে নিয়ে আসা হবে। এর ফলে সাধারণ জনগণ ঘরে বসেই বিভিন্ন সরকারি সেবা সহজে ও দ্রুততম সময়ে গ্রহণ করতে পারবেন। আজ রবিবার(২১ সেপ্টেম্বর) নগরের সার্কিট হাউজ সম্মেলন কক্ষে ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই সব কথা বলেন।
তিনি বলেন, ডাক বিভাগ আধুনিকায়নের মাধ্যমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস, অনলাইন পোস্টাল ট্র্যাকিং ও কুরিয়ার সেবায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। জনগণ এখন সহজেই ঘরে বসে ডাক বিভাগের বিভিন্ন সেবা গ্রহণ করতে পারছেন। এ খাতগুলোতে ব্যাপক পরিবর্তন ও উন্নয়ন সাধিত হওয়ায় জনগণ সরাসরি উপকৃত হচ্ছে।
প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আরো বলেন, বাংলাদেশ টেলিযোগাযোগ কোম্পানি লিমিটেড (বিটিসিএল) দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট ও ল্যান্ডলাইন ফোন সেবায় নতুন প্রযুক্তি যুক্ত করেছে। এর ফলে যোগাযোগ ব্যবস্থা আরও সহজলভ্য হয়েছে এবং সরকারি-বেসরকারি খাতে নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত হচ্ছে।তিনি আরো বলেন, রাষ্ট্রীয় মোবাইল অপারেটর টেলিটক ইতোমধ্যে দেশের প্রত্যন্ত অঞ্চলে নেটওয়ার্ক সম্প্রসারণ ও সাশ্রয়ী ডেটা প্যাকেজ চালুর মাধ্যমে তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। একই সঙ্গে শিক্ষার্থী ও সাধারণ গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা চালু করেছে।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগ দেশের প্রযুক্তি খাতকে আরও গতিশীল করতে সরকার বিভিন্ন উদ্ভাবনী প্রকল্প গ্রহণ করেছে। স্টার্টআপ, আইটি ফ্রিল্যান্সার এবং তরুণ উদ্যোক্তাদের জন্য আর্থিক সহায়তা ও প্রশিক্ষণ কর্মসূচি অব্যাহত রয়েছে। ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি বিভাগের সমন্বিত কার্যক্রম দেশের উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মতবিনিময় সভায় চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি পাঠান মোঃ সাইদুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শরীফ উদ্দিনসহ ডাক বিভাগ, বিটিসিএল, টেলিটক ও আইসিটি ডিভিশনের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।