ফেনী প্রতিনিধি: ফেনীতে একটি মুদি দোকানে চুরির চেষ্টা করতে গিয়ে স্থানীয়দের হাতে ধরা পড়েছেন এক ভারতীয় নাগরিক। পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করেছে।
শনিবার (২০ সেপ্টেম্বর) বিকেলে শহরের আলিম উদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তির নাম জাওয়ার কুমার যাদব (৩৭)। তিনি ভারতের বিহার রাজ্যের খাগরিয়া জেলার আলাউলি থানার ঋষি মনি মন্দির এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, দোকান মালিক অনুপস্থিত থাকাকালে ওই ব্যক্তি মুদি দোকানে ঢুকে বিভিন্ন পণ্য নিচ্ছিলেন। আচরণে সন্দেহ হলে স্থানীয়রা তাকে জিজ্ঞাসাবাদ করেন। তখন তিনি হিন্দি ভাষায় কথা বলতে থাকলে সন্দেহ আরও বেড়ে যায়। একপর্যায়ে তাকে আটক করে পুলিশে খবর দেওয়া হয়।
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ জাওয়ার কুমারকে থানায় নিয়ে যায়। ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সামসুজ্জামান বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে ভারতীয় নাগরিক বলে স্বীকার করেছেন। তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। তিনি অবৈধভাবে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছেন বলে জানা গেছে।
ওসি আরও জানান, অবৈধ অনুপ্রবেশের অভিযোগে জাওয়ার কুমারের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।