বশির আহমেদ, বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ১২০ জনের বেশি কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার (০৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় জেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত অনুষ্ঠানে ১৭২ জন কৃষকের হাতে সেচ পাম্প, পাওয়ার টিলারসহ বিভিন্ন ধরনের কৃষি যন্ত্রপাতি তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানটি পরিচালনা করেন পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের সচিব মো. আবদুল খালেক।
এ সময় মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব মো. মনিরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, খামলাই ম্রো, লাল জার বম, মো. নাছির উদ্দিনসহ বিভিন্ন এলাকার কৃষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো গুণগত মানের শিক্ষা। জেলার বিদ্যুৎ সুবিধা, খাদ্য উৎপাদন ও কৃষি খাতের আধুনিকীকরণে বিশেষ গুরুত্ব দিতে হবে।
জুম চাষাবাদকেও আধুনিক প্রযুক্তির আওতায় আনা হলে উৎপাদন বৃদ্ধি সম্ভব হবে।




