ঈদগাঁও প্রতিনিধি: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা ও সনদপত্র পেয়েছেন খুরশীদুল জন্নাত ও পারভীন আক্তার। খুরশীদুল জন্নাত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাকে সম্মাননা দেয়া হয়। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর স্থায়ী বাসিন্দা।

অন্যদিকে পারভীন আক্তার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার জাফর আলমের মেয়ে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তিনি সম্মাননা প্রাপ্ত হন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঈদগাঁও এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন ঈদগাঁও উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। এসময় ঈদগাঁও থানার নবাগত ওসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্মাননায় ভূষিত খুরশীদুল জন্নাত জানান, আমি অত্যন্ত গর্বিত এবং আপ্লুত। ‎​এ প্রাপ্তি আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমার এ পথচলায় যারা আমাকে সমর্থন, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন শুভাকাঙ্ক্ষীসহ তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা।

পারভীন আক্তার জানান, ‎​ প্রদত্ত স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরো নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে যাবার প্রেরণা যোগাবে। পরিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন সম্মাননা প্রাপ্ত মহিলা দু’জন।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারীদের এ সম্মাননা দিয়ে থাকে।

ঈদগাঁও প্রতিনিধি: উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ অদম্য নারী হিসেবে সম্মাননা ও সনদপত্র পেয়েছেন খুরশীদুল জন্নাত ও পারভীন আক্তার। খুরশীদুল জন্নাত ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী ক্যাটাগরিতে তাকে সম্মাননা দেয়া হয়। তিনি ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলীর স্থায়ী বাসিন্দা।

অন্যদিকে পারভীন আক্তার ঈদগাঁও ইউনিয়নের জাগির পাড়ার জাফর আলমের মেয়ে। অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে তিনি সম্মাননা প্রাপ্ত হন। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২৫ উপলক্ষ্যে ৯ ডিসেম্বর মঙ্গলবার তাদের এ সম্মাননা প্রদান করা হয়।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর, ঈদগাঁও এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসনের অস্থায়ী সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করে।

ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করেন ঈদগাঁও উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মীর কামরুজ্জামান কবির। এসময় ঈদগাঁও থানার নবাগত ওসি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

সম্মাননায় ভূষিত খুরশীদুল জন্নাত জানান, আমি অত্যন্ত গর্বিত এবং আপ্লুত। ‎​এ প্রাপ্তি আমার জীবনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহূর্ত। আমার এ পথচলায় যারা আমাকে সমর্থন, সাহস ও অনুপ্রেরণা জুগিয়েছেন শুভাকাঙ্ক্ষীসহ তাদের সকলের প্রতি রইল আমার আন্তরিক কৃতজ্ঞতা।

পারভীন আক্তার জানান, ‎​ প্রদত্ত স্বীকৃতি আমাকে ভবিষ্যতে আরো নিষ্ঠা ও একাগ্রতার সাথে কাজ করে যাবার প্রেরণা যোগাবে। পরিশেষে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছেন সম্মাননা প্রাপ্ত মহিলা দু’জন।

উল্লেখ্য, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে জেলা, উপজেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ নারীদের এ সম্মাননা দিয়ে থাকে।