বান্দরবান প্রতিনিধি: বান্দরবান রেডক্রিসেন্ট সোসাইটি’র নবগঠিত ভুতুড়ে অ্যাডহক কমিটি গঠণের অভিযোগে পদত্যাগ করেছেন কমিটিটির ২ সদস্য। একই সাথে অতিদ্রুত কমিটি বাতিল করে নির্বাচণের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠণের দাবি জানান তারা।
আজ রবিবার (০৭ সেপ্টেম্বর) সকালে বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর সভাপতি অধ্যাপক থানজামা লুসাই এর নিকট পদত্যাগপত্র জমা দেন নবগঠিত রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিট এর ভাইস চেয়ারম্যান মুজিবুর রশিদ ও সদস্যা উম্মে কুলসুম রিনা।
এসময় তারা বলেন, চলতি বছরের ১১ মে একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল এবং পরবর্তীতে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের করার কথা থাকলেও কমিটির সকল সদস্যের সাথে আলোচনা ছাড়াই গত ৩১ সেপ্টেম্বর আরও একটি অ্যাডহক কমিটির তালিকা প্রকাশ করা হয়। এমনকি এই কমিটিতে সদস্য বা ভাইস চেয়ারম্যানসহ অনেকের নাম অন্তর্ভুক্তির আগে অনুমতিও নেয়া হয়নি, ফলে কমিটি থেকে পদত্যাগ পত্র জমা দেয়ার পাশাপাশি এই ভুতুড়ে কমিটি বাতিল করে অতি দ্রুত গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি গঠনের দাবি জানান তারা। অন্যতায় রেডক্রিসেন্ট কার্যালয়ে তালা দেয়া হবে বলে জানান তারা।
পদত্যাগপত্র গ্রহন কালে জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই বলেন, পদাধিকার বলে আমাকে নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি হওয়ায় স্বাক্ষর করলেও এ বিষয়ে তেমন কিছুই জানানো হয়নি তাকে। তিনি নিজেও গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচনের মাধ্যমে বান্দরবান রেড ক্রিসেন্ট ইউনিট এর কমিটি গঠন করা হোক এ দাবী করেন।
তিনি আরও বলেন, ইতোমধ্যে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা হয়েছে, শীঘ্রই আলোচনা সাপেক্ষে এ বিষয়ে একটি চুড়ান্ত সিন্ধান্ত গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এর আগে গত ৩১ আগষ্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বান্দরবান ইউনিটের কার্যক্রম গতিশীল করা লক্ষ্যে তিন মাসের জন্য ১১ জন বিশিষ্ট একটি অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল।




